ইংরেজি মাধ্যমের বিদ্যালয়ে এনসিটিবির ‘বাংলাদেশ স্টাডিজ’ পড়ানোর সুপারিশ

দেশের ইংরেজি মাধ্যমের বিদ্যালয়গুলোতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত ‘বাংলাদেশ স্টাডিজ’ বই পড়ানোর সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দেশের ইংরেজি মাধ্যমের কিছু বিদ্যালয়ে বিকৃত ইতিহাস পড়ানো হচ্ছে উল্লেখ করে ইতিহাসের বই জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের বাংলাদেশ স্টাডিজ পড়ানোর সুপারিশ করা হয়।

এর আগের বৈঠকে সংসদীয় কমিটি অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষকদের অবসরসুবিধা ভাতা ও কল্যাণ তহবিলের অর্থপ্রাপ্তিতে দীর্ঘসূত্রতা ও আর্থিক অপ্রতুলতা নিরসনে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল। আজকের বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এর অগ্রগতি জানানো হয়। মন্ত্রণালয় জানায়, এই জটিলতা নিরসনের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে ১৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি সংসদীয় কমিটির সদস্য আ ফ ম বাহাউদ্দিনের সঙ্গে আলোচনা করে একটি প্রতিবেদন সংসদীয় কমিটিকে দেবে।

কমিটির সভাপতি নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে কমিটির সদস্য ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, প্রতিমন্ত্রী শামসুন নাহার, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আবদুল মজিদ, আহমদ হোসেন, বিপ্লব হাসান, আবদুল মালেক সরকার ও আজিজুল ইসলাম বৈঠকে অংশ নেন।