এর আগে ২০২২ সালের ৫ অক্টোবর উদ্বোধনী পর্বের মাধ্যমে মনোনয়ন আহ্বান করা হয়। অনলাইন ও অফলাইনে মোট মনোনয়ন জমা পড়েছে ১ হাজার ৭৭৯টি। এর মধ্য থেকে যাচাই-বাছাই করে এই ৯ শিক্ষককে নির্বাচন করে পাঁচ সদস্যের জুরিবোর্ড।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম।
আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড ও প্রথম আলো যৌথভাবে এ আয়োজন করছে। অনুষ্ঠানটি শুধু আমন্ত্রিত অতিথিদের জন্য।