ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন সহ-উপাচার্য অধ্যাপক সায়মা হক
ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের অধ্যাপক সায়মা হক বিদিশা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেয়েছেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মো. সাহাবুদ্দিনের অনুমোদনের পর তাঁকে আজ সোমবার নিয়োগ দেওয়া হয়।
নিয়োগ পাওয়ার পর অধ্যাপক সায়মা হক আজ যোগদান করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। এতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং বন্যার্তদের প্রতি সহানুভূতি প্রকাশের লক্ষ্যে সায়মা হককে ফুল দিয়ে শুভেচ্ছা না জানানোর জন্য সবার প্রতি অনুরোধ করা হয়েছে।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সহ–উপাচার্য পদত্যাগ করেন। এ তালিকায় রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল। ২৭ আগস্ট বিশ্ববিদ্যালয়টিতে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে অধ্যাপক নিয়াজ আহমেদ খানকে।