কারিগরিতে পাসের হার ও জিপিএ–৫ কমেছে

এসএসসি (ভোকেশনাল),দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় গড়ে ৮১ দশমিক ৩৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। গতবারের চেয়ে এবার পাসের হার কমেছে। শুধু তা-ই নয়, ফলের সর্বোচ্চ সূচক জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও এবার কমেছে।

আজ রোববার কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল), দাখিল (ভোকেশনাল) পরীক্ষার ফল প্রকাশ করা হয়। একই সঙ্গে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এর আগে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফলাফল প্রকাশ করা হয়।

এবার কারিগরি শিক্ষা বোর্ডের অধীন মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ২২ হাজার ৫৩৮ জন। তাদের মধ্যে পাস করেছে ৯৯ হাজার ৭২১ জন। পাসের হার ৮১ শতাংশের বেশি। গতবার পাসের হার ছিল ৮৬ দশমিক ৩৫ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৭৮ জন; যা গতবার ছিল ১৮ হাজার ১৪৫ জন।