পরিচালনা পর্ষদ বিলুপ্তির দাবিতে আন্দোলনে ধানমন্ডির আইডিয়াল কলেজের শিক্ষকেরা

রাজধানীর ধানমন্ডির আইডিয়াল কলেজের পরিচালনা পর্ষদ (গভর্নিং বডি) বিলুপ্তির দাবিতে একাডেমিক কার্যক্রম বর্জন করে ক্যাম্পাসের শহীদ মিনারে অবস্থান করেন শিক্ষক–কর্মকর্তা–কর্মচারীরা
ছবি : সাজিদ হোসেন

শিক্ষকদের আন্দোলনের মুখে বিভিন্ন অনিয়মের অভিযোগে রাজধানীর ধানমন্ডির আইডিয়াল কলেজের অধ্যক্ষ জসিম উদ্দীন আহম্মেদসহ তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছিল কলেজের পরিচালনা পর্ষদ। আন্দোলনকারী সেই শিক্ষকেরা এবার পরিচালনা পর্ষদের (গভর্নিং বডি) বিলুপ্তি আন্দোলনে নেমেছেন। এ দাবিতে শিক্ষকেরা সোমবার একাডেমিক কার্যক্রম বর্জন কর্মসূচি পালন করেছেন।

আরও পড়ুন

আন্দোলনকারী শিক্ষকদের একজন মারুফ নেওয়াজ প্রথম আলোকে বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে।

আন্দোলনকারী শিক্ষকেরা আগের দিন রোববার সংবাদ সম্মেলন করে পরিচালনা পর্ষদের বিরুদ্ধে বিভিন্ন রকমের অনিয়ম ও দুর্নীতির অভিযোগের কথা জানিয়েছিলেন।

আরও পড়ুন

সেদিনই তাঁরা পরিচালনা পর্ষদ বিলুপ্তির দাবিতে একাডেমিক কার্যক্রম বর্জনের কর্মসূচি ঘোষণা করেছিলেন। একই সঙ্গে নতুন পরিচালনা পর্ষদ গঠনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন শিক্ষকেরা।

আরও পড়ুন