সভায় অংশ নেওয়া একাডেমি সভার সদস্য ও ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক আইনুল ইসলাম প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন। অধ্যাপক আইনুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি। তিনি বলেন, সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বেরিয়ে নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নেওয়ার। এখন পরবর্তী ধাপ হিসেবে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নেওয়ার পক্ষে মত দিয়েছে।