মেডিকেলে ভর্তির ফলাফলে এবারও উন্মেষ দেশসেরা

গত বছরের ধারাবাহিকতায় চলতি বছরও মেডিকেল ভর্তি পরীক্ষায়  সাফল্য অর্জন করেছে উন্মেষ মেডিকেল অ্যান্ড ডেন্টাল অ্যাডমিশন কেয়ার। ১১ ফেব্রুয়ারি ২০২৩-২৪ সেশনের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সদ্য প্রকাশিত এই ফলাফলে জাতীয় মেধাতালিকায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং প্রথম ২০-এ ২০ জনসহ বিপুলসংখ্যক শিক্ষার্থী উন্মেষ থেকে দেশের বিভিন্ন সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন।

সাম্প্রতিক বছরগুলোয় মেডিকেল ভর্তি প্রস্তুতিতে সুনাম অর্জন করেছে প্রতিষ্ঠানটি। সময়োপযোগী অনন্য সেবা পরিক্রমা এবং শিক্ষার্থীদের চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণের পাশাপাশি যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলার নীতিগত ভিত্তিই প্রতিষ্ঠানটিকে মেডিকেল ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকের কাছে অনন্য করে তুলেছে।

মেডিকেল ভর্তি প্রস্তুতি ও উন্মেষ সম্পর্কে চলতি বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় প্রথম স্থান অর্জনকারী তানজিম মুনতাকা সর্বা বলেন, ‘আমি মেডিকেল ভর্তি প্রস্তুতির শুরু থেকেই উন্মেষের সঙ্গে ছিলাম। উন্মেষের প্রতিটি ক্লাসই ছিল অসাধারণ, টিচার ভাইয়া–আপুরা খুবই ভালো পড়াতেন। আর উন্মেষের ইউনিক পরীক্ষা সিস্টেম ও প্রশ্নের প্যাটার্নও ছিল সেরা। আমি উন্মেষের প্রতিটি পরীক্ষা দিয়ে নিজের মেডিকেল প্রস্তুতি প্রপারলি যাচাই করতে পেরেছি। আমি মনে করি, মেডিকেল ভর্তি পরীক্ষায় আমার এই অবিশ্বাস্য সাফল্য অর্জনে উন্মেষের ওভার অল সার্ভিসই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’

তানজিম মুনতাকার মা বলেন, ‘আমার মেয়ে উন্মেষের উত্তরা শাখার স্টুডেন্ট ছিল। সত্যি কথা বলতে, উন্মেষের আন্তরিক প্রচেষ্টাই আমার মেয়ের মেডিকেল ভর্তির জার্নিকে সহজ করেছে।’

মেডিকেলে জাতীয় মেধায় দ্বিতীয় স্থান অর্জনকারী তাজওয়ার হাসনাত ত্বোহা তাঁর ফেসবুক পোস্টে নিজের সাফল্য ও উন্মেষকে নিয়ে অনুভূতি প্রকাশ করে বলেন, ‘আমার অ্যাডমিশন জার্নিতে প্রথম থেকেই উন্মেষ পরিবারকে পাশে পেয়েছি। আমি ২০২৩ সালের মেডিকেল ভর্তি পরীক্ষার্থী হলেও প্রথমে ২০২২ সালে উন্মেষের মেডিকেল ফুল কোর্সে এবং পরবর্তী সময় আবার ২০২৩ সালে উন্মেষের মেডিকেল ফুল কোর্সে ভর্তি হয়েছিলাম। অর্থাৎ বলা যায়, উন্মেষের সঙ্গে আমার মেডিকেল জার্নিটা শুরু হয়েছে ২০২২ সাল থেকেই। উন্মেষের প্রতিটি ক্লাস, পরীক্ষা, ম্যাটেরিয়ালস এবং ভাইয়াদের নিরলস প্রচেষ্টা আমার সাফল্য অর্জনে যথেষ্ট সহায়তা করেছে। উন্মেষ পরিবারের কাছে আমি সব সময় কৃতজ্ঞ।’

চলতি বছর জাতীয় মেধাতালিকায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং প্রথম ২০-এ ২০ জনসহ সর্বোচ্চসংখ্যক শিক্ষার্থী উন্মেষ থেকে দেশের বিভিন্ন সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন।

মেডিকেলে পড়ার স্বপ্ন পূরণ হওয়ায় জাতীয় মেধায় তৃতীয় স্থান অর্জনকারী আহমদ আবদুল্লাহ জামি নিজের সাফল্য ও উন্মেষের সঙ্গে পথচলা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, ‘উন্মেষের পরীক্ষাগুলো ছিল একদম মেডিকেল স্ট্যান্ডার্ড। নিয়মিত পরীক্ষা দেওয়ার মাধ্যমে আমি আগে থেকেই মেডিকেলের প্রশ্ন প্যাটার্নে অভ্যস্ত হতে পেরেছি। উন্মেষের প্রতিটি পরীক্ষা দেওয়ার পর অ্যানালাইসিস রিপোর্ট পেয়ে যেতাম, যার মাধ্যমে প্রতিনিয়ত নিজের খুঁটিনাটি ভুলগুলো শুধরে নিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য নিজেকে চূড়ান্তভাবে প্রস্তুত করতে পেরেছি। আমার এই পথচলায় উন্মেষ পরিবার সব সময় সহযোগী ভূমিকা পালন করেছে। ধন্যবাদ উন্মেষ পরিবারকে।’

দেশসেরা এই সাফল্য অর্জনে উন্মেষের হেড অব মার্কেটিং আসাদুজ্জামান বলেন, ‘আমাদের এই ধারাবাহিক সাফল্য প্রকৃতপক্ষে উন্মেষের প্রতি শিক্ষার্থীদের দৃঢ় আস্থারই প্রতিদান। শিক্ষার্থীদের মেডিকেলের সুষম প্রস্তুতি নিশ্চিতকরণে আমরা সব সময় দায়িত্ববোধের জায়গা থেকে নিরলস পরিশ্রম করে থাকি। আমাদের মানসম্মত ম্যাটেরিয়ালস, অফলাইন ক্লাস, পরীক্ষা এবং সময়োপযোগী স্মার্ট অনলাইন সার্ভিসগুলো পর্যবেক্ষণ করলে যে কেউ বুঝতে পারবে মেডিকেল প্রস্তুতির জন্য আসলে কেন উন্মেষ সেরা। ইনশা আল্লাহ, আমাদের প্রচেষ্টা থাকবে বেস্ট সার্ভিস প্রদানের মাধ্যমে এই সাফল্য ধারা অব্যাহত রাখা।’

গত তিন বছরে সর্বমোট ১০ হাজার ২২১ জন শিক্ষার্থী উন্মেষ থেকে দেশের বিভিন্ন সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন। এর মধ্যে ২০২২-২৩ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম ২০–এ ১৮ জন এবং ঢাকা মেডিকেল কলেজে ২০৯ জনসহ সর্বমোট ৩ হাজার ৫৪৬ জন উন্মেষিয়ান দেশের বিভিন্ন সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন। ২০২১-২২ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম ২০-এ ১৮ জন এবং ঢাকা মেডিকেল কলেজে ১৯৬ জনসহ সর্বমোট ৩ হাজার ৩৫৯ জন উন্মেষিয়ান দেশের বিভিন্ন সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন। ২০২০-২১ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম ১০–এ ১০ জন এবং ঢাকা মেডিকেল কলেজে ২০৭ জনসহ সর্বমোট ৩ হাজার ৩১৬ জন উন্মেষিয়ান দেশের বিভিন্ন সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন।

সারা দেশে উন্মেষের ৭৭টি শাখা ও ১০টি পরীক্ষাকেন্দ্রে ২০২৪ সালে মেডিকেল ভর্তি–ইচ্ছুকদের জন্য উন্মেষের ‘মেডিকেল অ্যাডমিশন প্রোগ্রাম ২০২৪’–এ ভর্তি চলছে। এই প্রোগ্রামে এখন ভর্তি হলেই শিক্ষার্থীরা পাচ্ছেন ২ হাজার ৫০০ টাকা ছাড়ে ভর্তির সুযোগ। এ ছাড়া এইচএসসি ফাইনাল রিভিশন ও প্রি-অ্যাডমিশন কোর্স সম্পূর্ণ ফ্রি, আংশিক পেমেন্টে ভর্তির সুযোগ, সুবিধাজনক ব্যাচ টাইম, প্রশ্নব্যাংক মাস্টার ক্লাস ও কুইজ এবং সার্বক্ষণিক Q&A সেবা।