স্কুল–কলেজে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য দেশের সব মাধ্যমিক স্কুল ও কলেজে সাপ্তাহিক ছুটি দুই দিন হচ্ছে। এখন থেকে শুক্র ও শনিবার ছুটি পাবে শিক্ষার্থীরা। আজ সোমবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
এর আগে দুপুরে মন্ত্রিসভায় বিদ্যুৎ সাশ্রয়ে অন্যান্য সিদ্ধান্তের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন করার বিষয়টি ঠিক হয়। তবে সপ্তাহের কোন দুই দিন এই সাপ্তাহিক ছুটি হবে, সেটি শিক্ষা মন্ত্রণালয় ঠিক করে জানাবে বলে মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়।
এরপর বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়, চলমান পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শুক্র ও শনিবার বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়গুলো নিজেরা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এত দিন সাপ্তাহিক ছুটি এক দিন ছিল। দেশের সব সরকারি স্কুল-কলেজগুলো এবং অনেক বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সপ্তাহে এক দিন ছুটির নিয়মই মেনে চলে। তবে কোনো কোনো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় নিজেদের সিদ্ধান্তে সপ্তাহে দুই দিন ছুটি রাখে।
নতুন শিক্ষাক্রম অনুযায়ী আগামী বছর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন করার ঘোষণা ছিল। কিন্তু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এখন থেকেই তা কার্যকরের সিদ্ধান্ত হলো।