অনলাইন ক্লাসের চ্যালেঞ্জ ইন্টারনেট

আ ফ ম মফিজুল ইসলাম
করোনার কারণে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো সংকটে পড়েছে। এ অবস্থা মোকাবিলায় শিক্ষার্থীদের জন্য অনলাইনে ক্লাস নেওয়া, টিউশন ফিতে ছাড়সহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এসব নিয়ে চারটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে কথা বলেছেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আহমেদ দীপ্ত

করোনার শুরুর দিকে আমরা বুঝতে পারছিলাম না কী করব। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষকদের সঙ্গে কথা বলে অনলাইনে ক্লাস নেওয়ার ব্যবস্থা শুরু করা হলো। অনলাইনে ক্লাস নেওয়ার জন্য প্রথমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সেসব প্রশিক্ষণ কার্যকরভাবে কাজে লেগেছে। শিক্ষকদের বলা হয়েছে, তাঁরা যেন শিক্ষার্থীদের উৎসাহ দেন অনলাইন ক্লাসে অংশ নিতে। অনলাইনে ক্লাসে অংশ নেওয়ার হারটাও সংখ্যার দিক থেকে ভালো।

অনলাইনে রেকর্ড করার সুবিধা থাকায় শিক্ষার্থীরা পরে আবার ক্লাসগুলো দেখে নিতে পারছেন। তবে অনলাইন ক্লাসের মূল চ্যালেঞ্জ হচ্ছে ইন্টারনেট সংযোগের দুর্বলতা। করোনা আসার পর মোটাদাগে আমাদের অভিজ্ঞতা হচ্ছে, শিক্ষায় পাঠদানের ক্ষেত্রে একটা বড় ধরনের পরিবর্তন এসেছে। এই পরিবর্তনে অনেক কিছু শেখা গেছে।

আ ফ ম মফিজুল ইসলাম: উপাচার্য, সাউথ–ইস্ট ইউনিভার্সিটি