অনলাইনে ডাকলেই হাজির

ওষুধওয়ালা

অনেকেই অনলাইনে ফার্মেসিতে ওষুধ ফরমাশ দিয়ে ঘরে বসে তা হাতে পেতে চান। দেশে করোনা পরিস্থিতিতে এ ধরনের সেবার চাহিদা বেড়েছে। ঢাকাভিত্তিক অনলাইনে ফার্মেসির সেবা দিতে কাজ করছে উদ্যোক্তা প্রতিষ্ঠান ওষুধওয়ালা।

প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ হাজারের অধিক গ্রাহক অনলাইনে ওষুধওয়ালার সেবা নিচ্ছেন। করোনা পরিস্থিতিতে অনলাইনে ওষুধের ফরমাশ বেড়েছে কয়েক গুণ পর্যন্ত।

ওষুধওয়ালার উদ্যোক্তারা জানান, অনলাইনে ওষুধ ফরমাশ বেড়ে যাওয়ায় তারা সেবা বাড়াচ্ছে। প্রতিষ্ঠানটি লকডাউনের সময় তাদের সেবা চালু রেখে মানুষকে ওষুধ পৌঁছানোর কাজ করছে। লকডাউনের শুরু থেকেই গ্রাহকদের কথা ভেবে বিনা খরচে ডেলিভারি সেবা দিয়ে চলেছে।

ওষুধওয়ালা বর্তমানে রাজধানীর বসুন্ধরা, গুলশান, বনানী, উত্তরা ও নিকুঞ্জতে তাদের জরুরি সেবা হিসেবে এক্সপ্রেস সার্ভিস চালু রেখেছে। শিগগিরই তাদের এ সেবা অন্য এলাকাতেও বিস্তৃত করা হবে।

ওষুধওয়ালার উদ্যোক্তারা আরও জানান, স্টার্টআপ প্রতিষ্ঠান হিসেবে ওষুধওয়ালা ডটকম এক বছর ধরে কাজ করছে। এর মধ্যে করোনা পরিস্থিতিতে অনলাইনে ওষুধের সেবা দিয়ে ভালো সাড়া ফেলেছে। সেবাটি আরও মানুষের কাছে পৌঁছানোর পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে।