অর্থনীতি | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৬

১. NNI-এর পূর্ণ রূপ কী?

ক. Net National Investment

খ. Net National Income

গ. Net Nation Investment

ঘ. Net Nationalisation Income

২. মোট জাতীয় আয় হিসাব করতে কোন সময়টি বিবেচনায় আনতে হয়?

ক. ১ মাস খ. ৬ বছর

গ. ১ বছর ঘ. ২ বছর

৩. কোনো নির্দিষ্ট সময়ে সাধারণ এক বছরে একটি দেশের ভৌগোলিক সীমানায় মোট যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য উৎপাদিত হয় তার বাজার মূল্যকে কী বলে?

ক. মোট জাতীয় উৎপাদন

খ. নিট জাতীয় উৎপাদন

গ. মোট দেশজ উৎপাদন

ঘ. নিট দেশজ উৎপাদন

৪. কোন হিসাবের ক্ষেত্রে দেশের অভ্যন্তরে কর্মরত কোনো বিদেশির আয় হিসাব করা হয়?

ক. মোট জাতীয় উৎপাদন

খ. মোট জাতীয় আয়

গ. মোট উৎপাদন

ঘ. মোট আয়

৫. মোট দেশজ উৎপাদনের সাথে নিট উৎপাদন আয় যোগ করে কী পাওয়া যায়?

ক. মোট জাতীয় আয়

খ. নিট জাতীয় আয়

গ. মোট দেশ উৎপাদন

ঘ. নিট জাতীয় উৎপাদন

৬. কোনটি থেকে দেশের অর্থনীতির প্রকৃত অবস্থা জানা যায়?

ক. জাতীয় আয় থেকে

খ. জাতীয় ব্যয় থেকে

গ. দেশজ উৎপাদন থেকে

ঘ. নিট জাতীয় আয় থেকে

৭. মূলধন রক্ষণাবেক্ষণ ও ক্ষতিপূরণের ব্যয়কে কী বলা হয়?

ক. GDP খ. CCA

গ. NNI ঘ. GNI

৮. মোট জাতীয় আয় থেকে কী বাদ দিলে নিট জাতীয় আয় পাওয়া যাবে?

ক. মধ্যবর্তী দ্রব্য

খ. দেশজ উৎপাদন

গ. ক্ষয়ক্ষতির খরচ

ঘ. উৎপাদন ব্যয়

৯. জাতীয় আয় পরিমাপের পদ্ধতি কয়টি?

ক. ১টি খ. ২টি

গ. ৩টি ঘ. ৪টি

১০. বাংলাদেশেরর অর্থনীতিতে কয়টি খাতে বিভক্ত করা হয়?

ক. ১৩ খ. ১৪

গ. ১৫ ঘ. ১৬

১১. ভোগ‍+বিনিয়োগ‍+সরকারি ব্যয়‍+নিট রপ্তানি =?

ক. নিজ জাতীয় আয়

খ. মোট দেশজ উৎপাদন

গ. মোট রাজস্ব ঘ. জাতীয় ব্যয়ের সমষ্টি

১২. ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় নির্ণয়ের সূত্র কোনটি?

ক. C+I+G খ. C+I+M

গ. C+I+X ঘ. C+I+G+(X-M)

১৩. নিচের কোনটি শ্রমের প্রাপ্ত আয়?

ক. মজুরি খ. দাম

গ. খাজনা ঘ. মুনাফা

১৪. আয় পদ্ধতি অনুসারে মূলধন থেকে আসে কোনটি?

ক. উপযোগ খ. মজুরি

গ. সুদ ঘ. বিনিয়োগ

সঠিক উত্তর

অধ্যায় ৬: ১. খ ২. গ ৩. গ ৪. ক ৫. ক ৬. ঘ ৭. খ ৮. গ ৯. গ ১০. গ ১১. খ ১২. গ ১৩. ক ১৪. গ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

শামিমুর হাসান, শিক্ষক, মতিঝিল মডেল স্কুল ও কলেজ, ঢাকা