অধ্যায় ৯
২৪. উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্য হলো—
i. কম মাথাপিছু আয়
ii. শিল্পে অনগ্রসরতা
iii. উদ্যোক্তার অভাব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৫. দারিদ্র্যের দুষ্টচক্র একটি দেশে কিসে বাধা সৃষ্টি করে?
ক. উন্নয়নে খ. মূলধন গঠনে
গ. জনসংখ্যায় ঘ. সঞ্চয়ে
২৬. কোনটি অর্থনৈতিক উন্নয়নের কেন্দ্রবিন্দু?
ক. ভূমি খ. শ্রম
গ. মূলধন ঘ. উদ্যোক্তা
২৭. কোনটি জরুরি হওয়া সত্ত্বেও বাংলাদেশের অগ্রগতি মন্থর?
ক. শিল্প উন্নয়ন
খ. কৃষি উন্নয়ন
গ. জীবনযাত্রার মান
ঘ. অবকাঠামো
২৮. বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধান অন্তরায় কী?
ক. কৃষিনির্ভর অর্থনীতি
খ. বৈদেশিক নির্ভরশীলতা
গ. দারিদ্র্যের দুষ্টচক্র
ঘ. শিল্পে অনগ্রসরতা
২৯. দারিদ্র্যের দুষ্টচক্র ধারণাটির প্রবর্তক কে?
ক. র৵াগনার নার্কস
খ. অ্যাডাম স্মিথ
গ. ডেভিড রিকার্ডো
ঘ. জে এম কেইনস
সঠিক উত্তর
অধ্যায় ৯: ২৪. গ ২৫. ক ২৬. ঘ ২৭. ঘ ২৮. গ ২৯. ক
বাকি অংশ ছাপা হবে আগামীকাল