অর্থনীতি ১ম পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ১০

১. যে বস্তু দেনাপাওনা মেটানোর কার্যে ব্যাপকভাবে গৃহীত হয় তাকে কী বলা হয়?

ক. অর্থ খ. দ্রব্য

গ. চাহিদা ঘ. উপযোগ

২. ব্যাংক তার নিজের এবং অন্য লোকের ঋণের কারবার করে। কে বলেন?

ক. মার্শাল

খ. অ্যাডাম স্মিথ

গ. জে এম কেইন্স

ঘ. অর্থনীতিবিদ ক্রাউথার

৩. বাংলাদেশের হিসাবগত মুদ্রার নাম কী?

ক. অর্থ খ. টাকা

গ. নোট ঘ. কয়েন

৪. ব্যাংকের চেক, প্রাইজবন্ড কোন ধরনের মুদ্রা?

ক. হিসাবগত মুদ্রা

খ. প্রকৃত মুদ্রা

গ. বিহিত মুদ্রা

ঘ. ঐচ্ছিক মুদ্রা

৫. ‘Money is a matter of functions four: a medium, a measure, a standard, a store’. কে বলেছেন?

ক. Sayers খ. Robertson

গ. Crowther ঘ. J.M. Keynes

৬. অর্থের কার্যাবলিগুলো হলো—

i. বাণিজ্যিক কার্যাবলি

ii. সামাজিক কার্যাবলি

iii. মনস্তাত্ত্বিক কার্যাবলি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

৭. ‘সামাজিক মর্যাদা’ অর্থের কোন ধরনের কার্যাবলির আওতাধীন?

ক. বাণিজ্যিক কার্যাবলি

খ. সামাজিক কার্যাবলি

গ. মনস্তাত্ত্বিক কার্যাবলি

ঘ. অর্থনৈতিক কার্যাবলি

৮. নিকৃষ্ট মুদ্রা উত্কৃষ্ট মুদ্রাকে বাজার থেকে বিতাড়িত করে। অর্থনীতিতে এটি কোন বিধি নামে পরিচিত?

ক. চাহিদা বিধি

খ. জোগান বিধি

গ. গ্রেসান্সের মুদ্রা বিধি

ঘ. প্রান্তিক উপযোগ বিধি

৯. নগদ অর্থ হাতে রাখার ইচ্ছাকে কী বলে?

ক. আকাঙ্ক্ষা

খ. অর্থনীতি

গ. অর্থের চাহিদা

ঘ. সামগ্রিক চাহিদা

১০. অর্থের চাহিদাকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়?

ক. দুই খ. তিন

গ. চার ঘ. পাঁচ

সঠিক উত্তর

অধ্যায় ১০: ১. ক ২. ঘ ৩. খ ৪. ঘ ৫. গ ৬. ঘ ৭. খ ৮. গ ৯. গ ১০. খ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল