অর্থনীতি ১ম পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ১০

২১. নিচের কোনটি ফিশারীয় সমীকরণ?

ক. M = V খ. M = KPT

গ. MV = PT ঘ. MV = P

২২. MV = PT সমীকরণের MV এবং PT দ্বারা কী প্রকাশ পায়?

ক. মূল্যস্তর এবং চাহিদা

খ. অর্থের চাহিদা এবং অর্থের জোগান

গ. লেনদেনযোগ্য দ্রব্য ও সেবার পরিমাণ

ঘ. অর্থের পরিমাণ এবং অর্থের প্রচলন গতি

২৩. বাণিজ্যিক ব্যাংকের অন্যতম মূল

লক্ষ্য কী?

ক. বেকারত্ব হ্রাস করা

খ. বিনিয়োগ করা

গ. মুনাফা অর্জন করা

ঘ. ব্যবসা করা

২৪. নিচের কোনটি কেমব্রিজ সমীকরণ?

ক. M = V খ. MV = P

গ. M = KPT ঘ. MV = PT

২৫. M=200, K=0.2 এবং T=100 হলে কেমব্রিজ সমীকরণ অনুযায়ী P= কত?

ক. 5 খ. 10 গ. 20 ঘ. 50

সঠিক উত্তর

অধ্যায় ১০: ২১. গ ২২. খ ২৩. গ ২৪. গ ২৫. খ