আবারও অনলাইন ক্লাসে যাচ্ছে বুয়েট

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)

দেশে আবারও করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। এই পরিস্থিতি বিবেচনায় আবারও সশরীর ক্লাস কার্যক্রম বন্ধ রেখে আগামী শনিবার (২ জুলাই) থেকে অনলাইন ক্লাসে যাচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। করোনা পরিস্থিতির কারণে এর আগেও দুই দফায় অনলাইন ক্লাসে গিয়েছিল বুয়েট৷

গতকাল বুধবার এক জরুরি বিজ্ঞপ্তিতে বুয়েটের রেজিস্ট্রার মো. ফোরকান উদ্দিন জানিয়েছেন, সম্প্রতি করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় ২ জুলাই থেকে বুয়েটের স্নাতকোত্তর পর্যায়ের সব ক্লাস অনলাইনে অনুষ্ঠিত হবে।

পরে যোগাযোগ করা হলে ফোরকান উদ্দিন বলেন, বুয়েটের স্নাতক পর্যায়ে ইতিমধ্যে ঈদুল আজহার ছুটি শুরু হয়েছে৷ স্নাতকোত্তর পর্যায়ে শনিবার থেকে অনলাইনে ক্লাস শুরু হবে৷ ঈদের ছুটির আগে স্নাতকোত্তরের শিক্ষার্থীদের সপ্তাহখানেকের মতো ক্লাস নেওয়া হবে। স্নাতক পর্যায়ে ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী সপ্তাহে বুয়েটের একাডেমিক কাউন্সিলের সভা বসবে। সেখানেই এ বিষয়ে সিদ্ধান্ত হবে।