ইসলাম ও নৈতিক শিক্ষা

যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ১ নম্বর প্রশ্নে থাকবে ৫০টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, যার মধ্যে ৩০টি হবে যোগ্যতাভিত্তিক। আজ দেওয়া হলো যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর।
অধ্যায়-২
প্রশ্ন: মহানবি (সা.) রমজানকে কী বলে আখ্যায়িত করেছেন?
ক. ব্যক্তিত্বের মর্যাদা খ. সহানুভূতির মাস
গ. সম্মানের মাস ঘ. নাজাতের মাস
উত্তর: খ. সহানুভূতির মাস
প্রশ্ন: মুসলমানদের অনেকেই জাকাত দিয়ে থাকে। জাকাত প্রদানের মূল উদ্দেশ্য কোনটি?
ক. গরিবদের অবস্থার পরিবর্তন করা খ. ধনীদের অবস্থার পরিবর্তন করা
গ. ইসলামি নির্দেশ পালন করা ঘ. লোকজনকে সাহায্য করা
উত্তর: ক. গরিবদের অবস্থার পরিবর্তন করা
প্রশ্ন: মুসলমানদের জন্য ‘বিশ্ব সম্মেলন’ বলা হয় কোনটিকে?
ক. বিশ্ব ইজতেমা খ. হজ
গ. শোলাকিয়ায় ঈদের জামাত ঘ. মসজিদে নববীর ঈদের জামাত
উত্তর: খ. হজ
প্রশ্ন: জাতীয় জীবনে হজ কী সৃষ্টি করে?
ক. বিশ্বভ্রাতৃত্ব খ. জীবের প্রতি দয়া
গ. ভালো কাজের মনোভাব ঘ. মুসলমানদের প্রতি ভালোবাসা
উত্তর: ক. বিশ্বভ্রাতৃত্ব
প্রশ্ন: হজ মানুষের কোন ধরনের ময়লা ধুয়ে পরিষ্কার করে দেয়?
ক. মনের ময়লা খ. অতীত জীবনের গুনাহগুলো
গ. কৃপণতার ময়লা ঘ. অর্থসম্পদের ময়লা
উত্তর: খ. অতীত জীবনের গুনাহগুলো
প্রশ্ন: শরীর, পোশাক ও স্থান বা পরিবেশের পরিষ্কার, পরিপাটি, নির্মল ও ময়লামুক্ত অবস্থাকে কী বলে?
ক. সবর খ. স্বচ্ছতা গ. পরিচ্ছন্নতা ঘ. বৃদ্ধি
উত্তর: গ. পরিচ্ছন্নতা
প্রশ্ন: সালাত আদায়ের সময় বাবুল দুই হাত দুই হাঁটুর ওপর রেখে মাথা ও পিঠ কোমর বরাবর রাখল। সে কোন কাজটি করল?
ক. সালাম খ. রুকু গ. সিজদা ঘ. শেষ বৈঠক
উত্তর: খ. রুকু
প্রশ্ন: তুমি সালাতে দাঁড়িয়ে নিয়ত করে তাকবিরে তাহরিমা বাঁধলে। তারপর কী পড়বে?
ক. সানা পড়ব খ. সূরা ফাতিহা পড়ব গ. রুকু করব ঘ. সিজদা করব
উত্তর: ক. সানা পড়ব।
অধ্যায়-৩
প্রশ্ন: তোমার ছোট ভাই পাখির বাসা থেকে চুপি চুপি একটি বাচ্চা নিয়ে এসেছে। ঘটনাটি তুমি জানতে পারলে, এখন তোমার করণীয় কী?
ক. বাচ্চাটিকে জবেহ করা খ. বাচ্চাটিকে খাঁচায় বন্দী করা
গ. বাচ্চাটিকে ছেড়ে দেওয়া
ঘ. বাচ্চাটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া
উত্তর: ঘ. বাচ্চাটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া
প্রশ্ন: রুম্মান তার অসুস্থ মাকে সব সময় সেবাযত্ন করে এবং মায়ের খেদমতে নিজেকে নিয়োজিত রাখে। এর ফলে তার কোনটি পাওয়া সহজ হবে?
ক. জান্নাত খ. অর্থসম্পদ গ. মানুষের ভালোবাসা ঘ. মায়ের সম্পত্তি
উত্তর: ক. জান্নাত
প্রশ্ন: রুবেল তার বাবার সব ব্যাপারে খোঁজখবর রাখে। এতে তার বাবাও তার প্রতি সন্তুষ্ট। এর মাধ্যমে সে কী অর্জন করবে?
ক. পিতার সম্পত্তি খ. পিতার ভালোবাসা
গ. প্রতিবেশীর ভালোবাসা ঘ. আল্লাহ তায়ালার সন্তুষ্টি
উত্তর: ঘ. আল্লাহ তায়ালার সন্তুষ্টি
প্রশ্ন: তোমার ফুফাতো ভাই বেড়াতে এসে তোমার শখের খেলনাটি ভেঙে ফেলল। এ ক্ষেত্রে তুমি তাকে কী করবে?
ক. শাস্তি দেবে খ. আদর করবে গ. মন্দ বলবে ঘ. ক্ষমা করে দেবে
উত্তর: ঘ. ক্ষমা করে দেবে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক