এইচএসসি পরীক্ষার প্রস্তুতি: অর্থনীতি ২য় পত্রের বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলো ফাইল ছবি

অধ্যায় ৩

১. নিচের কোন দ্রব্যটি বাংলাদেশ রপ্তানি করে না?

ক. চা খ. তেল

গ. হিমায়িত খাদ্য ঘ. ওষুধ

২. PPP এর পূর্ণরূপ কোনটি?

ক. Public Private Partnership

খ. Public Private Profit

গ. Property Private Partnership

ঘ. Production Possibility Picture

৩. পারিবারিক পরিবেশে এবং পরিবারের সদস্যদের নিয়ে যে শিল্প গড়ে ওঠে, তাকে কোন ধরনের শিল্প বলা হয়?

ক. বৃহৎ শিল্প খ. পারিবারিক শিল্প

গ. কুটির শিল্প ঘ. ক্ষুদ্র শিল্প

৪. বাংলাদেশের অপ্রচলিত রপ্তানি পণ্য কোনটি?

ক. চা খ. পাট

গ. চামড়া ও চামড়াজাত দ্রব্য

ঘ. তৈরি ও হোসিয়ারি পোশাক

৫. শিল্পনীতি ২০১০ অনুযায়ী বাংলাদেশে শিল্পকে কয়ভাগে ভাগ করা হয়েছে?

ক. ৩ ভাগে খ. ৬ ভাগে

গ. ৯ ভাগে ঘ. ১২ ভাগে

৬. বাংলাদেশের অর্থনীতিতে কোন শিল্পের অবদান সবচেয়ে বেশি?

ক. তৈরি পোশাক খ. চামড়া

গ. পাট ঘ. চা

৭. কোন দেশ থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক সাহায৵ পায়?

ক. চীন খ. যুক্তরাষ্ট্র

গ. পাকিস্তান ঘ. জাপান

৮. সংর‌ক্ষিত শিল্পের উদাহরণ হচ্ছে—

i. অস্ত্রশস্ত্র ii. সার শিল্প

iii. সিকিউরিটি প্রিন্টিং

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নম্বর প্রশ্নের উত্তর দাও।

সাইফুল একটি শিল্প প্রতিষ্ঠানে কাজ করে। মোট রপ্তানি আয়ের প্রায় ৮০ ভাগই অর্জিত হয় এ শিল্প হতে। এ শিল্প দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ হলেও এ শিল্পের সমস্যা প্রচুর।

৯. উদ্দীপকে কোন শিল্পের কথা উল্লেখ করা হয়েছে?

ক. পাট শিল্প খ. পোশাক শিল্প

গ. চামড়া শিল্প ঘ. চিনি শিল্প

১০. উদ্দীপকের শিল্পটিকে দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ বলার কারণ—

i. উদ্যোক্তা সৃষ্টিতে অবদান রাখে

ii. কর্মসংস্থানে বড় ভূমিকা পালন করে

iii. পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আয় বৃদ্ধিতে সহায়তা করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৩: ১. খ ২. ক ৩. গ ৪. ঘ ৫. গ ৬. ক ৭. ঘ ৮. গ ৯. খ ১০. ঘ

*শেখ আবু সাঈদ আবদুল্লাহ্‌, প্রভাষক, কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়, কুমিল্লা