পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
এইচএসসি ২০২২ - বাংলা ১ম পত্র | বিদ্রোহী : বহুনির্বাচনি প্রশ্ন
বিদ্রোহী
১১. বাঙালি পল্টন ছেড়ে কলকাতায় এসে কাজী নজরুল ইসলাম কী করেন?
ক. মক্তবে শিক্ষকতা করেন
খ. লেটোর দলে যোগ দেন
গ. বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন
ঘ. সাহিত্যচর্চায় মনোনিবেশ করেন
১২. ‘বিদ্রোহী’ কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয়?
ক. বিজলী খ. লাঙ্গল
গ. নবযুগ ঘ. ধূমকেতু
১৩. ‘সাম্যবাদী’ কোন জাতীয় সাহিত্য?
ক. উপন্যাস খ. নাটক
গ. কাব্য ঘ. গল্প
১৪. ‘বিজলী’ কোন ধরনের পত্রিকা?
ক. সাপ্তাহিক খ. দৈনিক
গ. পাক্ষিক ঘ. মাসিক
১৫. ‘অগ্নি-বীণা’ কী জাতীয় রচনা?
ক. কাব্য খ. নাটক
গ. প্রবন্ধ ঘ. গল্প
১৬. কাজী নজরুল ইসলাম কত সালে মৃত্যুবরণ করেন?
ক. ১৯৭০ খ. ১৯৭২
গ. ১৯৭৩ ঘ. ১৯৭৬
১৭. ‘বিদ্রোহী’ কবিতায় কবি নিজেকে কিসের নটরাজ বলেছেন?
ক. বজ্রপাতের খ. মহাপ্রলয়ের
গ. ঝড়ের ঘ. বন্যার
১৮. ‘বিদ্রোহী’ কবিতায় কবি কার হাতের ডমরু ত্রিশূল?
ক. লক্ষ্মণের খ. রাবণের
গ. সীতার ঘ. পিণাক-পাণির
১৯. ‘বিদ্রোহী’ কবিতায় কবি নিজেকে কার শিষ্য বলে পরিচয় দিয়েছেন?
ক. দুর্বাশা খ. প্রভঞ্জন
গ. বিশ্বামিত্র ঘ. প্লেটো
২০. কবি নিজেকে কোন বায়ু বলেছেন?
ক. উত্তরের খ. দক্ষিণের
গ. পূর্বের ঘ. পশ্চিমের
সঠিক উত্তর
বিদ্রোহী: ১১.ঘ ১২.ক ১৩.গ ১৪.খ ১৫.ক ১৬.ঘ ১৭.খ ১৮.ঘ ১৯.গ ২০.ক
মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
এই অধ্যায়ের প্রকাশিত পূর্ববর্তী বহুনির্বাচনি প্রশ্ন