পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
এইচএসসি ২০২২ - সমাজবিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ : সৃজনশীল প্রশ্ন
অধ্যায় ১
সৃজনশীল প্রশ্ন
রিফাতের বাবা হঠাৎ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। বাবার অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে রক্তের সন্ধানে রিফাত দিশেহারা হয়ে পড়েন। চিকিৎসক আশিক বিনা মূল্যে রক্তদাতা সংগঠন সন্ধানীতে যোগাযোগের ব্যবস্থা করিয়ে দেন। আশিক আরও বলেন, তাঁদের এই সংগঠনটি দরিদ্র রোগীদের বিনা মূল্যে ওষুধ বিতরণ, মরণোত্তর চক্ষুদানে উৎসাহিত করে থাকে।
প্রশ্ন
ক. ‘সংস্কার’ শব্দটির অর্থ কী?
খ. সতীদাহ প্রথা বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে বর্ণিত সন্ধানীর কার্যক্রমের মধ্য দিয়ে সমাজকল্যাণের কোন প্রত্যয়টির প্রতিফলন ঘটেছে? বর্ণনা করো।
ঘ. ‘উদ্দীপকের ওই প্রত্যয়ের সঙ্গে সমাজকর্মের সম্পর্ক একে অপরের পরিপূরক’—বিশ্লেষণ করো।
উত্তর
ক. ‘সংস্কার’ শব্দটির অর্থ হলো সংশোধন, পরিবর্তন, সংস্করণ, পরিমার্জন।
খ. সতীদাহ প্রথা বলতে হিন্দু সমাজে প্রচলিত স্বামীর মৃত্যুর পর মৃত স্বামীর সঙ্গে একই অগ্নিকুণ্ডে জীবিত স্ত্রীর সহমরণকে বোঝায়।
সতীদাহ প্রথা হিন্দু সমাজে অনেক আগে থেকেই প্রচলিত ছিল। সতীদাহ প্রথা অনুযায়ী জীবিত স্ত্রীকে এ রকম জ্বলন্ত অগ্নিকুণ্ডে সহমরণের জন্য বাধ্য করা হতো।
গ. উদ্দীপকে সন্ধানীর কার্যক্রমে সমাজকল্যাণের গুরুত্বপূর্ণ প্রত্যয় হিসেবে সমাজসেবার পরিচয় প্রকাশ পেয়েছে।
উদ্দীপকে উল্লিখিত রিফাতের বাবা হঠাৎ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। বাবার অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে রক্তের সন্ধানে রিফাত দিশেহারা হয়ে পড়েন। চিকিৎসক আশিক বিনা মূল্যে রক্তদাতা সংগঠন সন্ধানীতে যোগাযোগের ব্যবস্থা করিয়ে দেন। তিনি আরও বলেন, তাঁদের এই সংগঠন দরিদ্র রোগীদের বিনা মূল্যে ওষুধ বিতরণ, মরণোত্তর চক্ষুদানে উৎসাহিত করে থাকে। সন্ধানীর কার্যক্রমের মধ্য দিয়ে সমাজকল্যাণের সমাজসেবা প্রত্যয়টির প্রতিফলন ঘটেছে।
মূলত সমাজসেবা সমাজকল্যাণের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত একটি প্রত্যয়। সমাজসেবার ধারণাটি সমাজকল্যাণের মতোই প্রাচীন। সমাজ সৃষ্টির শুরু থেকেই এর আবির্ভাব। সনাতন সময়ে দুস্থ ও বিপদগ্রস্তদের সহায়তা, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা, রাস্তাঘাট নির্মাণ, দাতব্য প্রতিষ্ঠান স্থাপন প্রভৃতি সমাজসেবার অন্তর্ভুক্ত ছিল। কিন্তু শিল্পবিপ্লব-পরবর্তী সময়ে সমাজসেবার ধারণায় ব্যাপক পরিবর্তন আসে। শুধু দুস্থ-অসহায়দের সহায়তা ও রাস্তাঘাট নির্মাণের মধ্যেই সমাজসেবা কার্যক্রম সীমিত থাকে না। সুপ্ত প্রতিভার বিকাশ এবং পরিবর্তিত পরিবেশের সঙ্গে পরিকল্পিতভাবে সামঞ্জস্য বিধানে মানুষকে সহায়তা করাই সমাজসেবার মূল লক্ষ্য হয়ে ওঠে। উদ্দীপকে সমাজসেবার এই দিকই লক্ষণীয়।
ঘ. সমাজসেবার সঙ্গে সমাজকর্মের সম্পর্ক একে অপরের পরিপূরক।
সমাজের সামগ্রিক কল্যাণে সমাজকর্ম ও সমাজসেবা পরস্পর নির্ভরশীল। সমাজকর্মের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের সমস্যার বাস্তবমুখী সমাধান। সমস্যার সামঞ্জস্য বিধান ও উন্নয়নক্ষমতার বিকাশ সাধনের মাধ্যমে সেবা ও সুযোগের সঙ্গে মানুষের সংযোগ ঘটানো। এ ক্ষেত্রে সমাজসেবা মানুষের সুপ্ত প্রতিভার বিকাশ সাধন করে সমস্যা থেকে উত্তরণ এবং পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য বিধানে সহায়তা করে থাকে।
সমাজকর্ম ও সমাজসেবা উভয়ই সুসংগঠিতভাবে সমাজের মানুষের সেবাদানের জন্য বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে থাকে। এই দুই বিষয়ই ব্যক্তির সামাজিক ভূমিকা পালন-ক্ষমতার পুনরুদ্ধার, সংরক্ষণ ও উন্নয়নে সচেষ্ট এবং কার্যকর মানবীয় সেবা সৃষ্টিতে প্রয়াসী। এ ছাড়া সমাজকর্ম ও সমাজসেবার মূল লক্ষ্য হলো দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন এবং তাদের স্বাবলম্বী করে গড়ে তোলা। এ ক্ষেত্রে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা ও বাস্তবায়নে নিয়োজিত কর্মীদের পেশাগত মূল্যবোধের সাদৃশ্য পরিলক্ষিত হয়।
বর্তমানে সমাজসেবাকে মানবকল্যাণের জন্য গৃহীত সব সেবামূলক তৎপরতার সমষ্টি বিবেচনা করায় সমাজকর্মের অন্যতম উপায় হিসেবে সমাজসেবাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
মোহাম্মদ হেদায়েত উল্লাহ, প্রভাষক, এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম