এইচএসসির প্রস্তুতি– অর্থনীতি ১ম পত্রের বহুনির্বাচনি প্রশ্ন

ছবি: প্রথম আলো

অধ্যায় ১০

১১. Transaction demand দ্বারা কী প্রকাশ পায়?

ক. অর্থের লেনদেন চাহিদা

খ. অর্থের সতর্কতামূলক চাহিদা

গ. অর্থের ফটকা চাহিদা

ঘ. অর্থনৈতিক চাহিদা

১২. অর্থের ফটকা চাহিদা মূলত কিসের ওপর নির্ভর করে?

ক. অর্থের জোগানের ওপর

খ. সুদের হারের ওপর

গ. বিনিয়োগের ওপর

ঘ. মুদ্রাস্ফীতির ওপর

১৩. সুদের হার কমলে অর্থের ফটকা চাহিদা কী হয়?

ক. কমে খ. বাড়ে

গ. স্থির থাকে ঘ. অপরিবর্তিত থাকে

১৪. নিচের কোনটি অর্থের মোট চাহিদা অপেক্ষক?

ক. C = f(Q) খ. D = f(P)

গ. S = f(P) ঘ. L = L1(Y) + L2(i)

১৫. জনগণের হাতের মুদ্রা, ব্যাংক রক্ষিত চাহিদা আমানত এবং মেয়াদি আমানতের সমষ্টিকে কী বলে?

ক. অর্থের জোগান খ. অর্থের চাহিদা

গ. মোট আমানত ঘ. অর্থের জামানত

১৬. নিচের ‘কোনটি’ সংকীর্ণ মুদ্রার সমীকরণ?

ক. M=CU +DD খ. M=CU+DD+TD

গ. M=M2+LDD ঘ. M=CU+R

১৭. লেনদেনের উদ্দেশ্যে যে গতিতে অর্থ এক হাত থেকে অন্য হাতে ধাবিত হয়, তাকে কী বলে?

ক. প্রবাহ খ. প্রচলন

গ. গতিশীলতা ঘ. অর্থের প্রচলন গতি

১৮. অর্থের মূল্য বলতে সাধারণত অর্থের—

ক. ক্রয়ক্ষমতাকে বোঝায়

খ. অর্থের দামকে বোঝায়

গ. দ্রব্যমূল্যকে বোঝায়

ঘ. চাহিদাকে বোঝায়

নিচের চিত্রটি লক্ষ করে ১৯ নম্বর ও ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও

১৯. উদ্দীপকে প্রদত্ত চিত্রে দাম এবং অর্থের মূল্যের মধ্যে কীরূপ সম্পর্ক দেখানো হয়েছে?

ক. ধনাত্মক খ. ঋণাত্মক

গ. অসীম ঘ. শূন্য

২০. দাম স্তর P2 থেকে P1 এ বৃদ্ধি পাওয়ায় অর্থের মূল্যের কী পরিবর্তন ঘটে?

ক. Vm1 থেকে Vm2 এ হ্রাস পায়

খ. Vm2 থেকে Vm1 এ হ্রাস পায়

গ. Vm2 থেকে Vm1 এ বৃদ্ধি পায়

ঘ. কোনো পরিবর্তন হয় না

সঠিক উত্তর

অধ্যায় ১০: ১১. ক ১২. খ ১৩. খ ১৪. ঘ ১৫. ক ১৬. ক ১৭. ঘ ১৮. ক ১৯. খ ২০. খ

*লেখক: শেখ আবু সাঈদ আবদুল্লাহ, প্রভাষক, কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়, কুমিল্লা