এইচএসসির প্রস্তুতি: বাংলা ১ম পত্রের বহুনির্বাচনি প্রশ্ন

ছবি: প্রথম আলো

সাম্যবাদী

১. সাম্যবাদের অর্থ কী?

ক. সব মানুষ এক

খ. সব মানুষ অভেদ

গ. সব জাতি সমান

ঘ. ধর্ম-বর্ণের পার্থক্য নেই

২. ‘হাসিছেন তিনি অমৃত-হিয়ার নিভৃত অন্তরালে’ পঙক্তিটিতে তিনি কে?

ক. মহামনীষীরা খ. দেবতা-ঠাকুর

গ. ঈসা-মুসা ঘ. শাক্যমুনি

৩. ‘সাম্যবাদী’ কবিতায় ‘পার্সি’ শব্দটি দ্বারা কবি কী বুঝিয়েছেন?

ক. চীনা দার্শনিক

খ. বস্তুবাদী দার্শনিক

গ. পারস্যের অগ্নি উপাসক

ঘ. ইরানের দার্শনিক

৪. শ্রীকষ্ণৃকে ‘বাঁশির কিশোর’ বলা হয়েছে কেন?

ক. বাঁশি পছন্দ করতেন বলে

খ. বাঁশির সুরে সবাইকে মুগ্ধ করতেন বলে

গ. বাঁশি ভালো বাজাতেন বলে

ঘ. বাঁশির সুর ভালোবাসতেন বলে

৫. কার মুখনিঃসৃত বাণীই শ্রী ভগবদগীতা?

ক. শাক্যমুনির খ. বিশ্ব দেউলের

গ. চার্বাকের ঘ. শ্রীকৃষ্ণের

৬. বিশ্ব-মুসলিমের অন্যতম তীর্থক্ষেত্র কোনটি?

ক. মসজিদ

খ. কাবা শরিফ

গ. মদিনা শরিফ

ঘ. বায়তুল-মোকাদ্দাস

৭. সবচেয়ে বড় তীর্থস্থান কোনটি?

ক. জেরুজালেম

খ. বৃন্দাবন

গ. মানুষের হৃদয়

ঘ. মহামনীষীদের হৃদয়

৮. ‘জেরুজালেম’ কোথায় অবস্থিত?

ক. ইসরায়েলে খ. ইরানে

গ. ফিলিস্তিনে ঘ. ইরাকে

৯. ‘হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে’—কেন?

ক. দেবতা বিশ্ব দেউলে রয়েছেন বলে

খ. মানুষ পুঁথিতে দেবতা খোঁজেন বলে

গ. মহা বেদনার ডাক শুনেছেন বলে

ঘ. দুনিয়ার মানুষের নির্বুদ্ধিতা দেখে

১০. ‘নীলাচল’ কী?

ক. দেবালয়

খ. নীলবর্ণযুক্ত পাহাড়

গ. তীর্থক্ষেত্র

ঘ. পর্বতের গুহা

১১. ‘বিশ্ব দেউল’ দিয়ে কবি কি বুঝিয়েছেন?

ক. মানুষ খ. মানুষের জীবন

গ. মানুষের মন ঘ. মন

সঠিক উত্তর

সাম্যবাদী: ১. খ ২. খ ৩. ঘ ৪. গ ৫. ঘ ৬. খ

৭. গ ৮. গ ৯. খ ১০. খ ১১. গ

*লেখক: মোস্তাফিজুর রহমান লিটন, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

বাকি অংশ ছাপা হবে আগামীকাল