এখনই রিভিশনটা দিয়ে নাও

মোছা. রাবেয়া খাতুন
মোছা. রাবেয়া খাতুন

এখনই রিভিশনটা দিয়ে নাও। সামনে যে কয়টা দিন আছে, এখনই সব বিষয় রিভিশনের জন্য সময়টাকে ভাগ করে ফেলো। প্রয়োজনে কঠিন বিষয়গুলোর জন্য একটু বেশি সময় রাখো। যে প্রশ্ন বা বিষয়গুলো বুঝতে সমস্যা হচ্ছে, তা এখনই মিটিয়ে ফেলো। প্রয়োজনে বিদ্যালয়ের শিক্ষকদের সহযোগিতা নাও।

সৃজনশীল প্রশ্নের ধারণা পেতে টেস্ট পেপারের প্রশ্নগুলোর দ্রুত সমাধান করে ফেলো। বহুনির্বাচনি প্রশ্নের কি-ওয়ার্ড বোঝার চেষ্টা করো। পেয়ে যাবে অনেক সহজ ধারণা। সময় বুঝে প্রশ্নের উত্তর লেখার অভ্যাসটা আয়ত্ত করে নাও এখনই। প্রতিটি প্রশ্নের জন্য যেটুকু সময় বরাদ্দ, তার মধ্যেই উত্তর লেখার অভ্যাস আয়ত্ত হয়ে যাবে অনায়াসে। মনে রাখতে হবে কোনোভাবেই কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের প্রচেষ্টা থেকে পিছপা হওয়া যাবে না। এতে সাফল্য আসবেই।

বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, বগুড়া