এসএসসি পরীক্ষার প্রস্তুতি: হিসাববিজ্ঞান
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ হিসাববিজ্ঞান বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
১৫৩। প্রারম্ভিক নগদ তহবিল নগদান বইয়ের—
ক. কোনো দিকেই লেখা হয় না
খ. ক্রেডিট দিকে লেখা হয়
গ. একেবারে পরে লেখা হয়
ঘ. ডেবিট প্রথমে লেখা হয়
১৫৪। বিপরীত দাখিলা কখন হয় না?
ক. অফিসের জন্য ব্যাংক থেকে টাকা তুললে বা ব্যাংকে টাকা জমা দিলে
খ. ব্যাংকে টাকা জমা দিলে
গ. ব্যাংক থেকে টাকা তুললে
ঘ. ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে টাকা তুললে
১৫৫। দুঘরা নগদান বইতে মোট ঘরের সংখ্যা—
ক. আটটি খ. দশটি
গ. বারোটি ঘ. চৌদ্দটি
১৫৬। প্রদত্ত বাট্টা বিক্রেতার জন্য—
ক. আয় খ. ব্যয়
গ. সম্পদ ঘ. দায়
১৫৭। নগদ বাট্টা হিসাবের বইতে লিপিবদ্ধ করেন—
i. ক্রেতা ii. বিক্রেতা iii. পাইকার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৫৮। কোন কলামটি নগদ প্রাপ্তি জাবেদায় থাকে না—
ক. চেক নম্বর খ. তারিখ
গ. বাট্টা ঘ. বিক্রয়
১৫৯। ব্যাংক হিসাব প্রধানত কত প্রকার?
ক. দুই প্রকার খ. তিন প্রকার
গ. চার প্রকার ঘ. পাঁচ প্রকার
১৬০। ব্যাংক বিবরণী ও নগদান বইয়ের মধ্যে অমিল হয়?
i. তৃতীয় পক্ষ সরাসরি ব্যাংকে জমা দিলে
ii. পাওনাদারের কাছ থেকে চেক পেলে
iii. চেক ইস্যু হয়েছে কিন্তু ব্যাংকে উপস্থাপন করা না হলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৬১। হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার তালিকাকে কী বলে?
ক. জাবেদা
খ. খতিয়ান
গ. রেওয়ামিল
ঘ. আর্থিক বিবরণী
নিচের উদ্দীপকটি পড়ে ১৬২ থেকে ১৬৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
জনাব কোব্বাতের অফিস সহকারী যন্ত্রপাতি ক্রয়ে ২০,০০০ টাকা হিসাবকে ভুলবশত ডেবিট করে জাবেদা, খতিয়ান ও রেওয়ামিল সম্পাদন করেন।
১৬২। উদ্দীপকের আলোকে ক্রয় হিসাব ডেবিট করা কোন ধরনের ভুল ছিল?
ক. লেখার ভুল
খ. পরিপূরক ভুল
গ. নীতিগত ভুল
ঘ. বাদ পড়ার ভুল
১৬৩। উদ্দীপকের লেনদেনটির সংশোধনী জাবেদা কী হবে?
ক. অনিশ্চিত হিসাব ডেবিট ২০,০০০ যন্ত্রপাতি হিসাব ক্রেডিট ২০,০০০
খ. অনিশ্চিত হিসাব ডেবিট ২০,০০০ যন্ত্রপাতি হিসাব ক্রেডিট ২০,০০০
গ. যন্ত্রপাতি হিসাব ডেবিট ২০,০০০ যন্ত্রপাতি হিসাব ক্রেডিট ২০,০০০
ঘ. ডেবিট ২০,০০০ যন্ত্রপাতি হিসাব ক্রয় হিসাব ক্রেডিট ২০,০০০
১৬৪। জনাব কোব্বাতের অফিস সহকারীর ভুল করার কারণ—
i. হিসাববিজ্ঞান জ্ঞানের অজ্ঞতা
ii. হিসাববিজ্ঞানের নিয়মনীতির লঙ্ঘন
iii. হিসাবের অদক্ষতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৬৫। রেওয়ামিল অন্তর্ভুক্ত হবে না কোনটি?
ক. প্রারম্ভিক নগদ
খ. ক্রয় ফেরত
গ. নগদ তহবিল
ঘ. ব্যাংক উদ্বৃত্ত
১৬৬। নিচের কোনটি রেওয়ামিলের ডেবিট দিকে বসবে?
ক. অনাদায়ি পাওনা সঞ্চিতি
খ. সাধারণ সঞ্চিতি
গ. পাওনাদারের বাট্টা সঞ্চিতি
ঘ. দেনাদারের বাট্টা সঞ্চিতি
১৬৭। নিচের কোনটি রেওয়ামিলের ডেবিট দিকে বসে?
ক. প্রাপ্য ভাড়া খ. প্রাপ্ত সুদ
গ. প্রাপ্ত বাট্টা ঘ. প্রদেয় বিল
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা
উত্তর
হিসাববিজ্ঞান
১৫৩. ঘ ১৫৪. ঘ ১৫৫. গ ১৫৬. খ ১৫৭. ক ১৫৮. ক ১৫৯. খ ১৬০. খ ১৬১. গ ১৬২. গ ১৬৩. ঘ ১৬৪. ক ১৬৫. ক ১৬৬. গ ১৬৭. ক
গতকাল প্রকাশিত মডেল টেস্টের সঠিক উত্তর
এসএসসি পরীক্ষা: বিশেষ মডেল টেস্ট-৩: বাংলা ২য় পত্র
১. ক ২. গ ৩. ঘ ৪. ক ৫. ঘ ৬. খ ৭. খ ৮. ঘ ৯. খ ১০. গ ১১. খ ১২. খ ১৩. ক ১৪. ক ১৫. খ ১৬. ঘ ১৭. ঘ ১৮. খ ১৯. গ ২০. গ ২১. ঘ ২২. ক ২৩. ক ২৪. ঘ ২৫. খ ২৬. গ ২৭. গ ২৮. ঘ ২৯. খ ৩০. ক