কম্পিউটার শিক্ষা

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, আজ কম্পিউটার শিক্ষা বিষয় থেকে বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-১
২২. পৃথিবীর প্রথম স্বয়ংক্রিয় গণনাযন্ত্র কোনটি?
ক. মার্ক-১ খ. ইউনিভ্যাক
গ. অ্যাডভ্যাক ঘ. অ্যাবাকাস
২৩. Mark-1 কী ?
ক. ডিজিটাল কম্পিউটার
খ. ক্যালকুলেটর
গ. অ্যানালগ কম্পিউটার
ঘ. হাইব্রিড কম্পিউটার
২৪. Mark-1 এর দৈর্ঘ্য কত ফুট ছিল?
ক. ২০ খ. ৪১ গ. ৫১ ঘ. ৬১
২৫. ভ্যাকুয়াম টিউব ব্যবহারে—
i. বিদ্যুত্ খরচ বেশি ii. যন্ত্রাংশ গরম হয়
iii. পাঞ্চ কার্ড
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৬. পৃথিবীর প্রথম বাণিজ্যিক ইলেকট্রনিক কম্পিউটারের নাম—
ক. অ্যাডভ্যাক খ. অ্যাডস্যাক
গ. ইউনিভ্যাক ঘ. এনিয়াক
২৭. ENIAC এর ওজন ছিল — টন।
ক. ৫ খ. ৬ গ. ২৭ ঘ. ৩৫
২৮. কোন কম্পিউটারে প্রথম মজুত ও গাণিতিক যুক্তিমূলক কাজের জন্য ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হয়—
ক. ENIAC খ. EDSAC
গ. ABC ঘ. UNIVAC
২৯. প্রথম প্রজন্মের কম্পিউটার কোনটি?
ক. মার্ক-৩ খ. ইউনিভ্যাক-১
গ. এনিয়াক ঘ. অ্যাবাকাস
৩০. IBM-360 কোন প্রজন্মের কম্পিউটার?
ক. প্রথম খ. দ্বিতীয় গ. তৃতীয় ঘ. চতুর্থ
৩১. আইবিএম-১৬০০ ও আইবিএম-১৪০০ একটি — প্রজন্মের কম্পিউটার।
ক. প্রথম খ. দ্বিতীয় গ. তৃতীয় ঘ. চতুর্থ
৩২. দ্বিতীয় প্রজন্মের সব মিনিফ্রেম কম্পিউটার হচ্ছে—
ক. RCA-301 খ. MARK-2
গ. PDP-8 ঘ. IBM-507
৩৩. দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার—
ক. UNIVAC-1 খ. MARK-1
গ. PDP-8 ঘ. IBM-1620
৩৪. তৃতীয় প্রজন্মের কম্পিউটার—
ক. IBM-1620 খ. NCR-300
গ. GE-600 ঘ. IBM-701
৩৫. কোন প্রজন্মের কম্পিউটারে প্রথম উচ্চতর প্রোগ্রামিং ভাষা ব্যবহূত হয়েছিল?
ক. ১ম প্রজন্ম খ. ২য় প্রজন্ম
গ. ৩য় প্রজন্ম ঘ. ৪র্থ প্রজন্ম
৩৬. মাইক্রো কম্পিউটার কোন প্রজন্মের অন্তর্গত?
ক. প্রথম খ. দ্বিতীয় গ. তৃতীয় ঘ. চতুর্থ
৩৭. তৃতীয় প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য—
i. আইসি ii. সেমি কন্ডাক্টর মেমরি
iii. মাল্টিপ্রসেসর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৮. কোন প্রজন্মের কম্পিউটারে ট্রানজিস্টার ব্যবহার করা হয়?
ক. প্রথম খ. দ্বিতীয় গ. তৃতীয় ঘ. চতুর্থ
৩৯. আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিটের ব্যবহার শুরু হয় কোন প্রজন্মের কম্পিউটারে?
ক. প্রথম খ. দ্বিতীয় গ. তৃতীয় ঘ. চতুর্থ
৪০. ১৯৪৯ সালে তৈরি হয়—
ক. অ্যাডভ্যাক খ. মার্ক-১
গ. এনিয়াক ঘ. ইউনিভ্যাক-১
৪১. পৃথিবীর প্রথম কম্পিউটার প্রোগ্রামারের নাম কী?
ক. চার্লস ব্যাবেজ খ. লেডি এডা
গ. লেডি কেনি ঘ. জন ভন লিভনিজ
৪২. বাংলাদেশে প্রথম কম্পিউটার স্থাপিত হয়—
ক. ঢাকা বিশ্ববিদ্যালয়
খ. প্রকৌশল বিশ্ববিদ্যালয়
গ. পরমাণু শক্তি কেন্দ্র
ঘ. ব্যুরো অব স্ট্যাটিসটিকস
৪৩. পরমাণু শক্তি কেন্দ্র ঢাকায় স্থাপিত কম্পিউটারের মডেল কত ছিল?
ক. IBM-1620 খ. IBM-3601
গ. IBM-4300 ঘ. IBM-4341
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
কম্পিউটার শিক্ষা: সঠিক উত্তর
অধ্যায়-১
২২. ক ২৩. ক ২৪. গ ২৫. ক ২৬. গ ২৭. গ ২৮. গ ২৯. খ ৩০. গ ৩১. খ ৩২. ক ৩৩. ঘ ৩৪. গ ৩৫. গ ৩৬. গ ৩৭. ক ৩৮. খ ৩৯. গ ৪০. ক ৪১. খ ৪২. গ ৪৩. ক।
প্রভাষক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা