বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ কম্পিউটার শিক্ষা বিষয়ের অধ্যায়-২ থেকে নমুনা বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-২
২৬। মাইক্রো প্রসেসরে থাকে—
i. গাণিতিক যুক্তি অংশ
ii. নিয়ন্ত্রণ অংশ
iii. রেজিস্টার
কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৭। টেড হফ কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন?
ক. স্ট্যানফোর্ড খ. স্ট্যামফোর্ড
গ. অক্সফোর্ড ঘ. সিলিকন ভ্যালি
২৮। প্রথম প্রোগ্রামিং ভাষা বেসিক তৈরি করেন কে?
ক. বিল গেটস ও এডা
খ. বিল গেটস ও ওজনিয়াক
গ. বিল গেটস ও পল এলেন
ঘ. বিল গেটস ও জাকারবার্গ
২৯। কম্পিউটারে প্রক্রিয়াকরণের কাজ করে—
ক. কি-বোর্ড খ. মাউস
গ. সিপিইউ ঘ. স্ক্যানার
৩০। প্রথম মাইক্রো প্রসেসর-ভিত্তিক পার্সোনাল কম্পিউটার—
ক. সেলবি-৮ এইচ
খ. আলতেয়ার ৮৮০০
গ. অ্যাপল-১
ঘ. টিএসআর-৮০
৩১। মাইক্রো প্রসেসর কত সালে বাজারে আসে?
ক. ১৯৭১ খ. ১৯৭৫
গ. ১৯৮১ ঘ. ১৯৮৫
৩২। IBM PC মাইক্রো কম্পিউটার— সালে বাজারে আসে?
ক. ১৯৭১ খ. ১৯৭৬
গ. ১৯৮১ ঘ. ১৯৮৫
৩৩। লিসা নামক কম্পিউটার কত সালে বাজারজাত করা হয়?
ক. ১৯৮২ খ. ১৯৮৩
গ. ১৯৮৪ ঘ. ১৯৮৫
৩৪। ইনস্ট্রাকশন সাইকেল/নির্দেশ চক্র— ভাগে ভাগ করা যায়
ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ৪
৩৫। কোনটি উচ্চমানের মুদ্রণযন্ত্র—
ক. ইংকজেট প্রিন্টার খ. লেজার প্রিন্টার
গ. ইমপ্যাক্ট প্রিন্টার ঘ. ডট প্রিন্টার
৩৬। ডট মেট্রিক্স প্রিন্টারে মুদ্রণ হয়—
ক. পিন ও রিবনের সাহায্যে
খ. স্প্রে পদ্ধতিতে
গ. লেজার রশ্মির সাহায্যে
ঘ. বিশেষ পেনের সাহায্যে
৩৭। মডেম হচ্ছে—
ক. সহায়ক স্মৃতি
খ. সিপিইউর অংশ
গ. তথ্য আদান-প্রদানের যন্ত্র
ঘ. উন্নত মানের প্রিন্টার
৩৮। Modulator ও Demodulator-এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে—
ক. MODULATE খ. DEMODULATE
গ. MODEM ঘ. MODULE
৩৯। কোনটি প্যারালাল পোর্টে যুক্ত হয়?
ক. মডেম খ. মাউস
গ. সিডি-রম ঘ. স্ক্যানার
৪০। কোন বাসটির কার্যকারিতা দ্বিমুখী?
ক. ডাটা খ. কন্ট্রোল
গ. অ্যাড্রেস ঘ. ইউএসবি
৪১। অ্যাড্রেস বাসে কী থাকে?
ক. তথ্য খ. ডেটা
গ. ডেটার ঠিকানা ঘ. ঠিকানা
৪২। দ্রুতগতির বাস—
ক. কন্ট্রোল খ. ইউএসবি
গ. ডেটা ঘ. অ্যাড্রেস
৪৩। ফায়ারওয়্যার পোর্ট—
i. Apple কর্তৃক উদ্ভাবিত
ii. ডেটা সঞ্চালনের গতি ৭৮৬ এমবিপিএস
iii. ক্যামেরায় ব্যবহূত হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৪। ইউএসবি পোর্ট কোন কোম্পানির উদ্ভাবিত?
ক. অ্যাপল খ. ডেল
গ. ইনটেল ঘ. এইচপি
৪৫। অ্যাপলের সর্বশেষ পাওয়ার পিসি প্রসেসর কম্পিউটারগুলো কী নামে পরিচিত?
ক. জি-২ খ. জি-৩ গ. জি-৪ ঘ. জি-৭
৪৬। কোন পোর্টটি iLink নামে পরিচিত?
ক. ইউএসবি খ. সিরিয়াল
গ. ফায়ারওয়্যার ঘ. প্যারালাল
৪৭। ম্যাকিনটোশ কম্পিউটার কোন কোম্পানির প্রসেসর দিয়ে তৈরি?
ক. এইচপি খ. ইনটেল
গ. মটোরোলা ঘ. এএমডি
৪৮। কম্পিউটার যন্ত্রটি ভালো রাখতে হলে প্রথমেই গুরুত্ব দিতে হবে কোনটির ওপর?
ক. কক্ষের তাপমাত্রা খ. বিদ্যুত্ ব্যবস্থা
গ. ব্যবহারকারী যোগ্যতা ঘ. ভাইরাস
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
কম্পিউটার শিক্ষা: সঠিক উত্তর
অধ্যায়-২
২৬. ঘ ২৭. ক ২৮. গ ২৯. গ ৩০. ক ৩১. ক ৩২. গ ৩৩. খ ৩৪. খ ৩৫. খ ৩৬. ক ৩৭. গ ৩৮. গ ৩৯. গ ৪০. ক ৪১. গ ৪২. খ ৪৩. ঘ ৪৪. গ ৪৫. গ ৪৬. গ ৪৭. ক ৪৮. খ।
মাস্টার ট্রেইনার
প্রভাষক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা