করোনা সংকট নয়, বরং নতুন সুযোগ

এইচ এম জহিরুল হক
করোনার কারণে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো সংকটে পড়েছে। এ অবস্থা মোকাবিলায় শিক্ষার্থীদের জন্য অনলাইনে ক্লাস নেওয়া, টিউশন ফিতে ছাড়সহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এসব নিয়ে চারটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে কথা বলেছেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আহমেদ দীপ্ত

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য করোনা কোনো সংকট নয়, একটি নতুন সুযোগ। করোনা মোকাবিলা করে শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো অত্যন্ত সফলতার পরিচয় দিয়েছে। ক্লাস, পরীক্ষার পাশাপাশি গবেষণা একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী সময়মতো শেষ করেছে দেশের বেশির ভাগ বিশ্ববিদ্যালয়।

দুর্বলতা যা ছিল, ল্যাপটপ না থাকা বা দুর্বল ইন্টারনেট সংযোগ—এগুলো শিক্ষার্থীরা নানাভাবে সমাধান করেছেন। অনলাইনে পাঠদানের ক্ষেত্রে করোনার আগে আমরা কিছুটা পিছিয়ে ছিলাম, এই সুযোগে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে গেলাম। ইউল্যাবে অনলাইন কার্যক্রম শুরু হয় ২০০৭ সালে। আগেও আমরা অনলাইনে পাঠদান করেছি। করোনা পরবর্তী সময়েও অনলাইনে পাঠদান কার্যক্রম চলবে। সদিচ্ছা থাকলে যেকোনো বিশ্ববিদ্যালয় স্বাভাবিক শিক্ষা কার্যক্রমের (অফলাইন) মতো অনলাইনেও ভালো করবে।

এইচ এম জহিরুল হক: উপাচার্য, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ