গণিত | অনুশীলনী ২

প্রশ্ন: একটি কোম্পানির ব্যবসায় ৯৫২০০ টাকা লাভ হলো এবং তা কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত হলো। যদি প্রত্যেক কর্মচারী ৮০০ টাকা করে পান, তাহলে কর্মচারীর সংখ্যা কত?

সমাধান

আমরা যদি ৯৫২০০ টাকাকে ৮০০ টাকা দ্বারা ভাগ করি, তাহলে

৯৫২০০ ÷ ৮০০

১১৯

৮০০) ৯৫২০০

৮০০

১৫২০

৮০০

৭২০০

৭২০০

ভাগফল ১১৯, ভাগশেষ ০

অতএব, কর্মচারীর সংখ্যা ১১৯

প্রশ্ন: একজন লোক প্রতি মাসে ৮৫০ টাকা করে সঞ্চয় করেন। কততম মাসে তার সঞ্চিত টাকা ৫০০০০ অতিক্রম করবে? (উত্তর ক্রমবাচক সংখ্যায়)

সমাধান

আমরা যদি ৫০০০০ টাকাকে ৮৫০ টাকা দ্বারা ভাগ করি, তাহলে

৫০০০০ ÷ ৮৫০

৫৮

৮৫০) ৫০০০০

৪২৫০

৭৫০০

৬৮০০

৭০০

ভাগফল ৫৮, ভাগশেষ ৭০০

অর্থাৎ ৫৮ মাস সঞ্চয় করার পর আরও ৭০০ টাকা অবশিষ্ট থাকে।

সুতরাং ৫৮+১=৫৯তম মাসে সঞ্চিত টাকা ৫০০০০ অতিক্রম করবে।

প্রশ্ন: একটি বাক্সে ২৫০টি বস্ত্ত প্যাকেট করা যায়। এ রকম ৪৩৫৪৮টি বস্তু প্যাকেট করার জন্য কয়টি বাক্স প্রয়োজন?

সমাধান

আমরা যদি ৪৩৫৪৮টি বস্তুকে ২৫০টি বস্তু দ্বারা ভাগ করি, তাহলে

৪৩৫৪৮ ÷ ২৫০

১৭৪

২৫০) ৪৩৫৪৮

২৫০

১৮৫৪

১৭৫০

১০৪৮

১০০০

৪৮

ভাগফল, ১৭৪ ভাগশেষ ৪৮

অর্থাৎ ১৭৪টি বাক্স প্যাকেট করার পরও ৪৮টি বস্তু অবশিষ্ট থাকে।

অতএব, ১৭৪টি বাক্স প্রয়োজন।