গার্হস্থ্য অর্থনীতি

 সৃজনশীল প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থী, আজ গার্হস্থ্য অর্থনীতি থেকে সৃজনশীল প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

# রাশেদা ও সোনিয়া দুই বান্ধবী। দুজনই গৃহের সদস্যদের চাহিদা পূরণে সচেতন। রাশেদা আয় অনুযায়ী পরিবারের সদস্যদের চাহিদা মেটানোর জন্য পরিকল্পনা তৈরি করেন। পরিবারের আর্থিক কোনো সমস্যায় রাশেদাকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় না। অন্যদিকে সোনিয়াকে সদস্যদের চাহিদা মেটাতে হিমশিম খেতে হয়। প্রায়ই মাসের শেষের দিকে তাঁকে পরিচিত একটি দোকান থেকে বাকিতে চাল কিনতে হয়। হঠাত্ দু-তিন দিন আগে সোনিয়ার ছেলে অপু অসুস্থ হলে চিকিত্সার জন্য রাশেদার কাছ থেকে টাকা নিয়ে তিনি ছেলের চিকিত্সা করান।

প্রশ্ন:

ক. কোন সম্পদ ছাড়া পরিবারের কোনো সিদ্ধান্তই কার্যকর করা সম্ভব নয়?

খ. মানবীয় সম্পদ কাকে বলে? বুঝিয়ে লেখো।

গ. উদ্দীপকে সোনিয়ার এই পরিস্থিতির কারণ কী? ব্যাখ্যা করো।

ঘ. পরিবারের সদস্যদের চাহিদা পূরণে রাশেদা ও সোনিয়ার পরিকল্পনার তুলনামূলক আলোচনা করো।

উত্তর-ক: গৃহসম্পদ ছাড়া পরিবারের কোনো সিদ্ধান্তই কার্যকর করা সম্ভব নয়।

উত্তর-খ: মানুষের অন্তর্নিহিত গুণাবলিকে মানবীয় সম্পদ বলে। ব্যক্তির জ্ঞান, দক্ষতা, শক্তি, বুদ্ধি, মনোভাব, আগ্রহ ইত্যাদি গুণ মানবীয় সম্পদ হিসেবে চিহ্নিত। মানবীয় সম্পদ স্পর্শনীয় নয় এবং সহজে শনাক্ত করা যায় না। এসব সম্পদ দুর্লভ এবং পরস্পর সম্পর্কযুক্ত ও নির্ভরশীল। মানবীয় সম্পদ অভিজ্ঞতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ে। যেমন—ধৈর্য, দূরদর্শিতা ইত্যাদি।

উত্তর-গ: উদ্দীপকে বর্ণিত সোনিয়া অর্থ ব্যয়ের সুষ্ঠু পরিকল্পনা না করার কারণে এরূপ পরিস্থিতির সম্মুখীন হন।

আমাদের চাহিদা অনেক, কিন্তু সেই তুলনায় অর্থ খুবই সীমিত। সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে ব্যয় করতে পারলে অর্থের অপচয় রোধ হয় এবং প্রয়োজনীয় চাহিদা পূরণ সম্ভব হয়। অর্থ-পরিকল্পনা করতে হলে পরিবারের মোট আয় ও ব্যয় সম্পর্কে সম্যক জ্ঞান থাকা প্রয়োজন। আর এই অর্থ-পরিকল্পনার প্রধান কৌশল হলো বাজেট।

সোনিয়া পরিবারের অর্থ পরিচালনার জন্য বাজেট প্রণয়ন করলে তাঁকে পরিবারের চাহিদা পূরণে হিমশিম খেতে হতো না। বাজেটের মাধ্যমে সীমিত অর্থ ব্যয়ে অর্থসংকটে পড়তে হয় না। আয় ও ব্যয়ের মধ্যে সমতা রক্ষা হয় এবং পরিবারের গুরুত্বপূর্ণ চাহিদাগুলো অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করা যায়। তিনি যদি এভাবে পরিকল্পনামাফিক অর্থ ব্যয় করতেন, তবে তাঁকে রাশেদার কাছ থেকে টাকা ধার করতে হতো না। সোনিয়া পরিকল্পনামাফিক অর্থ ব্যয় না করার কারণে তাঁকে অর্থসংকট ও বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়।

উত্তর-ঘ: রাশেদা ও সোনিয়া দুজনেই গৃহের সদস্যদের চাহিদা পূরণে সচেতন ভূমিকা পালন করেন। রাশেদা পরিবারের সব সদস্যের প্রয়োজনীয়তা, তাঁদের মতামত, পছন্দ-অপছন্দ, বাজারদর, অর্থ ব্যয়ের খাত, সদস্যদের মোট আয়, অর্থ-পরিকল্পনার লক্ষ্য ইত্যাদি বিষয় বিবেচনায় এনে অর্থ-পরিকল্পনা করেন। ফলে তাঁকে কোনোরূপ বিব্রতকর কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয় না এবং যেকোনো বিরূপ পরিস্থিতি তিনি খুব সহজেই মোকাবিলা করেন।

অন্যদিকে সোনিয়া রাশেদার মতো ওই সব বিষয় বিবেচনায় না আনার কারণে এবং পরিকল্পিতভাবে অর্থের সুষ্ঠু ব্যবহার না করায় তাঁকে আর্থিক সংকটে ও বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়।

সোনিয়া যদি রাশেদার মতো পরিকল্পিত জীবনযাপন করতেন, তবে দোকান থেকে তাঁকে বাকিতে চাল কিনতে এবং ছেলের অসুস্থতার জন্য টাকা ধার করতে হতো না। পরিকল্পিতভাবে অর্থ ব্যয় করার কারণে আয় ও ব্যয় সম্পর্কে ধারণা থাকত এবং পরিবারে সচ্ছলতা আসত। তিনি পারিবারিক যেকোনো পরিস্থিতি সহজেই মোকাবিলা করতে পারতেন।

সহকারী শিক্ষক

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা