জবিতে চার বিভাগে ভর্তির ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় পরিবর্তন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংগীত, চারুকলা, নাট্যকলা ও ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতকে ভর্তির ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে পৃথক তিনটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংগীত বিভাগের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা ১৭ ডিসেম্বর এবং চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা ১০ ডিসেম্বর ও মৌখিক পরীক্ষা ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। তবে নাট্যকলা ও ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি এখনো প্রকাশ করা হয়নি।

গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২০–২১ শিক্ষাবর্ষে স্নাতকে ভর্তির লক্ষ্যে সংগীত, চারুকলা, নাট্যকলা ও ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষার ইতিপূর্বে ঘোষিত সময়সূচি (৩ ডিসেম্বর ২০২১; সকাল ১০টা) স্থগিত করা হয়েছে। সময়সূচি পরবর্তী সময়ে জানানো হবে।

পরে সংগীত বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম বর্ষে ভর্তির লক্ষ্যে ১৭ ও ১৮ ডিসেম্বর সকাল সাড়ে আটটা থেকে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে কলা অনুষদের ডিন অফিসকে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের ভর্তির তালিকা ছবিসহ ডেটা ৬ ডিসেম্বরের (সোমবার) মধ্যে পাঠানোর অনুরোধ করা হয়।

সংগীত বিভাগের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা ১৭ ডিসেম্বর এবং চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা ১০ ডিসেম্বর ও মৌখিক পরীক্ষা ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। তবে নাট্যকলা ও ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি এখনো প্রকাশ করা হয়নি।

চারুকলা বিভাগের পৃথক বিজ্ঞপ্তিতে বলা হয়, চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ও মৌখিক পরীক্ষা ১৮ ডিসেম্বর সকাল নয়টা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত অনুষ্ঠিত হবে।