জাদুর দাদু-৩

আমাদের জাদুর দাদু যে শুধু জাদুই দেখাতেন তা নয়, তিনি বেশ মজার মানুষ ছিলেন। তো দাদু একদিন বসে আছেন। হঠাৎ ইলু, বিলু, নয়ন ও চয়ন উড়ে এসে জুড়ে বসল। তারা দাদুকে জাদু দেখাতে বলল। দাদু বললেন, ‘বেশ, আজ তোমাদের এমন কিছু জাদুর সমস্যা দেখাব, যার জন্য তোমাদের প্রচলিত ধারণার বাইরে চিন্তা করতে হবে। যাকে ইংরেজিতে বলে, Thinking Outside the Box.’

চয়ন বলল, ‘সেটা কী রকম দাদু?’

দাদু একটা খাতায় ৩টা সারির প্রতিটিতে ৩টি করে মোট ৯ টা বিন্দু আঁকলেন। এরপর বললেন, ‘আচ্ছা, তোমরা কি এই ৯টি বিন্দু ৪টা সরলরেখা দিয়ে যুক্ত করতে পারবে?’ ইলু খাতাটা নিয়ে কোনাকুনি ২টি দাগ, উলম্ব ও আড়াআড়ি আরও ২টি দাগ দিয়ে বলল, ‘এই নাও ৪টা সরলরেখা দিয়ে ৯টি বিন্দু যুক্ত করলাম। এ তো খুব সোজা।’

দাদু এবার বললেন, ‘বাহ। তাহলে এবারে ৯টি বিন্দু ৪টি সরলরেখা দিয়ে যুক্ত করতে হবে কিন্তু কলম তোলা যাবে না।’ বিলু খানিক চেষ্টা করে দেখল, ১টা বিন্দু থেকেই যাচ্ছে, কলম না তুলে ৪টি সরলরেখা দিয়ে কীভাবে হবে, তা সে ধরতে পারল না।

দাদু বললেন, ‘এর জন্য তোমাদের ৯টি বিন্দুর মধ্যে চিন্তা না করে এর বাইরে চিন্তা করতে হবে।’ এরপর দাদু দেখিয়ে দিলেন কীভাবে ৯ টি বিন্দু ৪টি সরলরেখা দিয়ে কলম না তুলে আঁকা যায়।

সবাই বেশ মজা পেল। চয়ন বলল, ‘আচ্ছা দাদু, এ রকম ভাবে যদি ৪টি সারিতে ৪টি বিন্দু দিয়ে মোট ১৬টি বিন্দু আঁকি, তাহলেও কী ৪টা সরলরেখা দিয়ে সবগুলো বিন্দু যুক্ত করা যাবে?’ দাদু বললেন, ‘না তার জন্য ৬টি সরলরেখা লাগবে।’ নয়ন বলল, ‘দাদু এটা আমি পারব।’ দাদু বললেন, ‘বেশ তো, সবাইকে শিখিয়ে দাও।’ এরপর নয়ন কাগজটা নিয়ে বলল, ‘দেখো এইভাবে যুক্ত করতে হবে।’

জাদুর দাদু দেখে খুব খুশিই হলেন। তিনি বললেন, ‘এইভাবে ৫*৫ বর্গের ২৫টি বিন্দু ৮টি সরলরেখা এবং ৬*৬ বর্গের ৩৬টি বিন্দু ১০ সরলরেখা দিয়ে যুক্ত করা যায়। তোমরা চেষ্টা করে দেখবে।’

ইলু বলল, ‘তা তো হলো কিন্তু আরও একটা জাদু দেখতে চাই।’ সবাই বলল, হ্যাঁ দাদু আরেকটা জাদু দেখতে চাই।

দাদু বললেন, ‘আচ্ছা আচ্ছা তাহলে একটা মজার ধাঁধা শুনাই তোমাদের।’

প্রতি সারিতে ৪টি করে, ৬ সারি তরু,

সব মিলে ১২টি তরু, কীভাবে আঁকি গুরু?

দাদু বললেন, তোমরা ভাবতে থাক । এই ধাঁধাটি নিয়েই শুরু করব আগামী সপ্তাহের আলোচনা।