জীববিজ্ঞান | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ১

১. আর এইচ হুইটেকারের শ্রেণিবিন্যাসের পরিবর্তিত ও বিস্তারিত রূপ দেন কে?

ক. লিনিয়াস খ. মারগুলিস

গ. নিউটন ঘ. ডারউইন

২. ‘ফানজাই’ রাজ্যে নিচের কোনটি অনুপস্থিত?

ক. ক্লোরোপ্লাস্ট খ. কাইটিন

গ. মৃতজীবি ঘ. ইস্ট

৩. উন্নত সবুজ উদ্ভিদের রাজ্য কোনটি?

ক. ফানজাই খ. প্লানটি

গ. মনেরা ঘ. সুপার কিংডম

৪. ২০০৪ সালে টমাস কেভলিয়ার স্মিথ জীবজগতকে কয়টি রাজ্যে ভাগ করেছেন?

ক. তিন খ. চার

গ. পাঁচ ঘ. ছয়

৫. Species Plantarum বইটি কে রচনা করেন?

ক. মারগুলিস খ. কারোলাস লিনিয়াস

গ. চার্লস ডারউইন ঘ. জন রে

৬. বৈজ্ঞানিক নাম মুদ্রণের সময় সর্বদা কোন অক্ষরে লিখতে হয়?

ক. ইংরেজি খ. ইটালিক অক্ষরে

গ. লাতিন অক্ষরে ঘ. বাংলায়

৭. Nymphaea nouchali কীসের বৈজ্ঞানিক নাম?

ক. পাট খ. ধান

গ. জবা ঘ. আম

৮. Tenualosa ilisha কীসের বৈজ্ঞানিক নাম?

ক. ইলিশ খ. জবা

গ. আম ঘ. ধান

সঠিক উত্তর

অধ্যায় ১: ১. খ ২. ক ৩. খ ৪. ঘ ৫. খ ৬. খ . গ ৮. ক

বাকি অংশ ছাপা হবে আগামীকাল