এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস : জীববিজ্ঞানের বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায় ২
৭০. একটি নিউরনে অ্যাক্সন কয়টি থাকে?
ক. একটি খ. দুটি
গ. তিনটি ঘ. চারটি
৭১. মায়োফাইব্রিল কোন কোষে থাকে?
ক. পেশি কোষ খ. স্নায়ুকোষ
গ. অস্থি ঘ. তরুণাস্থি
৭২. হরমোন প্রবাহিত হয় কীভাবে?
ক. রক্তরসের মাধ্যমে
খ. স্নায়ুকোষের মাধ্যমে
গ. লসিকার মাধ্যমে
ঘ. রক্তের মাধ্যমে
৭৩. অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় কোনটি?
ক. লালা খ. পিত্তরস
গ. হরমোন ঘ. এনজাইম
৭৪. বিভিন্ন ধরনের রক্তকণিকা তৈরি করে কোন টিস্যু?
ক. পেশি টিস্যু
খ. নার্ভ টিস্যু
গ. তরল কানেকটিভ টিস্যু
ঘ. স্কেলেটাল কানেকটিভ টিস্যু
৭৫. নিচের কোনটি পৌস্টিক গ্রন্থি?
ক. অগ্ন্যাশয় খ. পাকস্থলী
গ. ডিওডেনাম ঘ. ইলিয়াম
৭৬. ঐচ্ছিক পেশির ক্ষেত্রে প্রযোজ্য হলো—
i. কোষগুলো নলাকার
ii. আড়াআড়ি ডোরাযুক্ত
iii. একাধিক নিউক্লিয়াস থাকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ২: ৭০. ক ৭১. ক ৭২. ঘ ৭৩. গ ৭৪. গ ৭৫. ক ৭৬. ঘ