এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস: জীববিজ্ঞানের বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৪

৬১. পাইরুভিক এসিডের সংকেত কোনটি?

ক. C2H2O খ. C3H4O3

গ. CH৪O ঘ. C৪H৪O

৬২. গ্লুকোজের সংকেত কোনটি?

ক. C6H6O6 খ. C6H12O6

গ. C6H1O6 ঘ. C6H12O

৬৩. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উপজাত দ্রব্য হিসেবে নির্গত হয় কোনটি?

ক. শর্করা খ. কার্বন

গ. অক্সিজেন ঘ. ইথানল

৬৪. প্রতি মোল ATP অণুর প্রান্তীয় ফসফেট গ্রুপে কত শক্তি জমা থাকতে পারে?

ক. ৭.৩ কিলোক্যালোরি

খ. ৮.৩ কিলোক্যালোরি

গ. ৯.৩ কিলোক্যালোরি

ঘ. ৯.৫ কিলোক্যালোরি

৬৫. গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলো কোষের কোথায় ঘটে

ক. নিউক্লিয়াসে খ. সাইটোপ্লাজমে

গ. প্রোটোপ্লাজমে ঘ. মাইটোকন্ড্রিয়ায়।য়ায়

৬৬. ক্রেবস চক্রের সব বিক্রিয়া কোথায় ঘটে?

ক. মাইটোকন্ড্রিয়াতে খ. নিউক্লিয়াসে

গ. সাইটোপ্লাজমে ঘ. গ্লাইকোলাইসিসে

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৬১. খ ৬২. খ ৬৩. গ ৬৪. ক ৬৫. খ ৬৬. ক