এসএসসি পরীক্ষা: জীববিজ্ঞান | বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায় ১২
১১. রাসায়নিকভাবে প্রতিটি ক্রোমোজোম গঠিত—
i. DNA দিয়ে ii. RNA দিয়ে
iii প্রোটিন দিয়ে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২. পার্শ্ববর্তী দুটি নিউক্লিওটাইডের মধ্যবর্তী দূরত্ব কত?
ক. ৩৪ A0 খ. ৩.৪ A0
গ. ২০ A0 ঘ. ২ A0
১৩. কোন রঙের বর্ণান্ধতাকে সার্বজনীন বর্ণান্ধতা বলে?
ক. লাল-নীল খ. লাল-বেগুনি
গ. লাল-সবুজ ঘ. লাল-আসমানি
১৪. কোনটি পিউরিন বেস?
ক. অ্যাডেচিন খ. সাইটোসিন
গ. থায়ামিন ঘ. ইউরাসিল
১৫. কন্যাসন্তান জন্ম দেওয়ার জন্য মূলত
দায়ী কে?
ক. দাদা খ. দাদি
গ. পিতা ঘ. মাতা
১৬. DNA টেস্টের জন্য জৈবিক নমুনা হলো—
i. রক্ত ii.লালা iii. চুল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ১২: ১১. ক ১২. খ ১৩. গ ১৪. ক
১৫. গ ১৬. ঘ