অধ্যায় ২
১৫. প্লাস্টিডের প্রধান কাজ—
i. খাদ্য প্রস্তুত
ii. খাদ্য সঞ্চয়
iii. উদ্ভিদ দেহকে বর্ণময় করা
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৬. কোনটি সূর্যালোককে আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে?
ক. প্লাস্টিডের গ্রানা খ. লিপিড
গ. অক্সিজোম ঘ. ক্রিস্টি
১৭. ক্যারোটিনয়েড কী?
ক. একধরনের হরমোন
খ. একধরনের রঞ্জক
গ. একধরনের কোষপ্রাচীর
ঘ. একধরনের আবরণ
১৮. ক্রোমোপ্লাস্টে—
i. ক্যারোটিন রঞ্জক থাকে—
ii. পরাগায়নে সাহায্য করে
iii. ফুলকে আকর্ষণীয় করে
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৯. মূল, ভ্রূণ, জননকোষে নিচের কোনটি পাওয়া যায়?
ক. প্লাষ্টিড খ. ক্রেমোপ্লাস্ট
গ. লিউকোপ্লাস্ট ঘ. ক্রিস্টি
২০. আলোর সংস্পর্শে এলে লিউকোপ্লাস্ট কোনটিতে রূপান্তরিত হয়?
ক. ক্লোরোপ্লাস্ট খ. রাইবোজোম
গ. প্লাস্টিড ঘ. ম্যাটিক্স
সঠিক উত্তর
অধ্যায় ২: ১৫. ঘ ১৬. ক ১৭. খ ১৮. ঘ ১৯. গ ২০. ক
মোহাম্মদ আক্তার উজ জামান, মাস্টার ট্রেইনার
প্রভাষক
রূপনগর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা