জীববিজ্ঞান | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ২

৪৯. শারীরবৃত্তীয় বিপাক ক্রিয়ার ফলে শরীরে উপজাত দ্রব্য হিসেবে কী বর্জ্য পদার্থ তৈরি হয়?

ক. অক্সিজেন

খ. নাইট্রোজেন

গ. কার্বন ডাই–অক্সাইড

ঘ. সালফার

৫০. ত্বক দেহকে—

i. আচ্ছাদিত রাখে

ii. বাইরের আঘাত থেকে রক্ষা করে

iii. জীবাণুর আক্রমণ থেকে রক্ষা করে

নিচের কোনটি সঠিক

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫১. দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত ন্যানোমিটারের মধ্যে থাকে?

ক. ২০০–৩০০

খ. ৪০০–৭০০

গ. ৪০০–৮০০

ঘ. ৫০০–৮০০

৫২. ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য দৃশ্যমান আলোর চেয়ে কী করা সম্ভব?

ক. ছোট

খ. অনেক ছোট

গ. মাঝারি

ঘ. বড়

৫৩. লাইসোজোমের কাজ হচ্ছে—

i. জীবাণু থেকে রক্ষা

ii. জীবাণুকে হজম করা

iii. অক্সিজেন সরবরাহ করা

নিচের কোনটি সঠিক

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ২: ৪৯. খ ৫০. ঘ ৫১. খ ৫২. খ ৫৩. ক


মোহাম্মদ আক্তার উজ জামান, মাস্টার ট্রেইনার
প্রভাষক
রূপনগর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা