জীববিজ্ঞান | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ২

নিচের চিত্র েদখে ২৯-৩১ নম্বর প্রশ্নের উত্তর দাও।

২৯. P চিহ্নিত অঙ্গাণুটিতে কোনটি পাওয়া যায়?

ক. সেন্ট্রোজোম

খ. অক্সিজোম

গ. ক্রোমোজোম

ঘ. কোয়ান্টোজোম

৩০. Q চিহ্নিত অঙ্গাণুটি জীবকে বাঁচিয়ে রাখতে সাহায৵ করে—

i. খাদ্য তৈরি করে

ii. শ্বসন ক্রিয়া সম্পন্ন করে

iii. সালোকসংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩১. R চিহ্নিত অংশটির কাজ কী?

ক. শক্তি উৎপন্ন করা

খ. খাদ্য তৈরি করা

গ. পানির সমতা রক্ষা করা

ঘ. প্রোটিন সংশ্লেষণ করা

৩২. বায়ুকুঠুিরযুক্ত প্যারেনকাইমাকে কী বলা হয়?

ক. কোলেনকাইমা

খ. অ্যারেনকাইমা

গ. ক্লোরেনকাইমা

ঘ. স্কোলেরেনকাইমা

৩৩. পাতার ক্লোরেনাইমাকে কী বলে?

ক. প্যারেনকাইমা

খ. ক্যারেনকাইমা

গ. জাইলেম

ঘ. মেসোফিল

সঠিক উত্তর

অধ্যায় ২: ২৯. খ ৩০. খ ৩১. ঘ ৩২. খ ৩৩. ঘ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল