ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক-ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের ক-ইউনিটে পাসের হার ২০ দশমিক ৭৫ শতাংশ। আজ বুধবার প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করা হয়।

ফল প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বলেন, ভর্তি-ইচ্ছুক মোট ৭১ হাজার ২৮১ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ৬৪ হাজার ৪৭৮ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১৩ হাজার ৩৮০ জন উত্তীর্ণ হয়। ক-ইউনিটে মোট আসনসংখ্যা রয়েছে ১ হাজার ৬৬০টি। পরীক্ষার বিস্তারিত ফল ওয়েবসাইটে (admission.eis.du.ac.bd) পাওয়া যাবে। এ ছাড়া যেকোনো অপারেটরের মোবাইল ফোন থেকে DU KA <roll no˃ টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠালেও ফল জানা যাবে।

গত ৩০ অক্টোবর শুক্রবার এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিভিন্ন কারণে ২৫৫টি উত্তরপত্র বাতিল করা হয়েছে।

পাস করা শিক্ষার্থীদের আগামী ১০ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।