তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ২

১৫. হালনাগাদ আইসিটি যন্ত্র ব্যবহার করার জন্য অবশ্যই প্রয়োজন—

i. ইন্টারনেট ii. অ্যান্টিভাইরাস

iii. ডিস্ক ক্লিনআপ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৬. কখন অপারেটিং সিস্টেমের আপডেট স্বয়ংক্রিয়ভাবে হয়?

ক. প্রতিদিন ব্যবহার করলে

খ. ইন্টারনেট বন্ধ থাকলে

গ. ইন্টারনেট সংযোগ থাকলে

ঘ. বদলালে

১৭. অ্যান্টিভাইরাস ব্যবহারের পূর্বে কোন বিষয়টি নিশ্চিত হওয়া প্রয়োজন?

ক. নতুন কেনা কি না

খ. এর মেয়াদ

গ. হালনাগাদ এন্টিভাইরাস কি না

ঘ. ইন্টারনেট থেকে ডাউনলোড করা হয়েছে কি না

১৮. অ্যান্টিভাইরাস কী?

ক. সফটওয়্যার ও প্রোগ্রাম

খ. প্রোগ্রামিং ভাষা

গ. হার্ডওয়্যার

ঘ. ট্রাবলশুটিং

১৯. কোথায় বিনা মূল্যে অ্যান্টিভাইরাস পাওয়া যায়?

ক. ওয়েবসাইটে খ. মেমোরিতে

গ. ইন্টারনেটে ঘ. লাইব্রেরিতে

২০. ডিস্ক ডিফ্র্যাগমেন্টার কী কাজে ব্যবহার করা হয়?

ক. হার্ডডিস্কের জায়গা পূর্ণ করতে

খ. টেম্পোরারি ফাইল তৈরি করতে

গ. কম্পিউটারের কাজের গতি বাড়াতে

ঘ. কাজের গতি কমাতে

২১. কম্পিউটারের কাজ করার গতি বজায় রাখার জন্য ব্যবহার করা হয়-

i. ডিস্ক ক্লিনআপ

ii. ম্যালওয়্যার

iii. ডিস্ক ডিফ্র্যাগমেন্টার

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ২২ ও ২৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।

পলাশ দেখছেন কয়েক দিন ধরে তাঁর কম্পিউটার হঠাৎ বন্ধ হয়ে যায়, আবার চালু হয়। আরও লক্ষ করলেন কম্পিউটারটির কাজের গতিও কমে গেছে। তার মনে পড়ল বন্ধুর পেনড্রাইভ থেকে একটি গান কপি করার পর থেকে এটা শুরু হয়েছে।

২২. কম্পিউটারের এ অবস্থার জন্য কোনটি দায়ী হতে পারে?

ক. অ্যান্টিভাইরাস সফটওয়্যার

খ. ভাইরাস সফটওয়্যার

গ. ইউটিলিটি সফটওয়্যার

ঘ. অপারেটিং সিস্টেম সফটওয়্যার

২৩. এর ফলে পলাশ সাহেবের কম্পিউটারে-

i. অপ্রত্যাশিত কোনো বার্তা প্রদর্শন করতে পারে

ii. রাখা ফাইলগুলোর আকার বেড়ে যেতে পারে

iii. মেমোরি কম দেখাতে পারে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ২: ১৫. ঘ ১৬. গ ১৭. গ ১৮. ক ১৯. গ ২০. গ ২১. খ ২২. খ ২৩. ঘ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল