তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ১

৭৬. কোন ক্ষেত্রে বায়োমেট্রিক প্রযুক্তি

ব্যবহৃত হয়?

ক. কৃষি ক্ষেত্রে খ. শিক্ষা ক্ষেত্রে

গ. নিরাপত্তা ক্ষেত্রে

ঘ. বিনোদন ক্ষেত্র

৭৭. বায়োমেট্রিকস পদ্ধতি কী?

ক. ফিঙ্গারপ্রিন্ট রিডার

খ. ফিঙ্গার আইডেনটিটি

গ. ফিঙ্গার ইনপুট ডেটা

ঘ. ফিঙ্গার বায়োলজিক্যাল ডেটা

৭৮. তথ্যপ্রযুক্তির সাহায্যে মানুষের শারীরিক বৈশিষ্ট্য চিহ্নিত করে শনাক্ত করাকে কী বলে?

ক. বায়োমেট্রিকস

খ. বায়োইনফরমেটিকস

গ. বায়োটেকনোলজি

ঘ. বায়োমিড

৭৯. তথ্যপ্রযুক্তির সাহায্যে জৈব রসায়ন ব্যবহার করে জীববিজ্ঞানের সমস্যার সমাধানকে কী বলা হয়?

ক. ন্যানো টেকনোলজি

খ. বায়োমেট্রিকস

গ. বায়োটেকনোলজি

ঘ. বায়োইনফরমেট্রিকস

৮০. কম্পিউটারের মধ্যে জৈব তথ্য নিয়ে গবেষণা করাকে কী বলে?

ক. ড্রাইল্যাব খ. বায়োল্যাব

গ. ওময়টল্যাব ঘ. এক্সল্যাব

৮১. মানুষের শারীরিক বৈশিষ্ট্যের মধ্যে উল্লেখযোগ্য হলো—

i. চোখের মণি

ii. আঙুলের ছাপ

iii. DNA

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৮২. বায়োইনফরমেটিকেসর সঙ্গে জড়িত—

i. জীববিদ্যা

ii. পরিসংখ্যান

iii. কম্পিউটার বিজ্ঞান

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৮৩. কোন পদ্ধতি ক্যানসারের কারণ নির্ণয়ের গবেষণায় প্রয়োগ করা হয়?

ক. বায়োমেট্রিকস

খ. ন্যানো টেকনোলজি

গ. বায়োইনফরমেটিকস

ঘ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং

৮৪. GMO বলতে কী বোঝায়?

ক. Genetic Modified Organism

খ. Genetic Modical Organism

গ. Genetically Modified Organism

ঘ. Genetic Modified Organic

সঠিক উত্তর

অধ্যায় ১: ৭৬. গ ৭৭. ঘ ৭৮. ক ৭৯. ঘ ৮০. ক ৮১.ঘ ৮২. ঘ ৮৩. ঘ ৮৪. গ

প্রকাশ কুমার দাস, মাস্টার ট্রেইনার
সহকারী অধ্যাপক
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা