তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৩

১. কোনটি ব্যবহারের কারণে পুরো পৃথিবীর তথ্য ছোট ঘরের মধ্যে হাজির হয়?

ক. অমনিনেট খ. ইথারনেট

গ. ইন্ট্রানেট ঘ. ইন্টারনেট

২. ইন্টারনেট ব্যবহারের সময় কয়টি নিয়ম মেনে চলা উচিত?

ক. ৩টি খ. ৪টি

গ. ৫টি ঘ. ৬টি

৩. MMO-এর পূর্ণরূপ কী?

ক. Massively Multimedia Online game

খ. Massively Multiplayer Online game

গ. Many Many Online game

ঘ. Massively Multiplayer game

৪. MMO কী?

ক. সিডি খ. ভিসিডি

গ. গেম ঘ. টিপস

৫. মানুষের কোনো একটি কাজের মাত্রা ছাড়িয়ে যাওয়াকে কী বলে?

ক. জ্ঞান খ. বিনোদন

গ. আসক্তি ঘ. সমাজসেবা

৬. ছোট বাচ্চারা সব সময় কার্টুন দেখলে কী হয়?

ক. সাধারণ জ্ঞান বাড়ে

খ. বুদ্ধিমত্তার বিকাশ ঘটে

গ. মানসিক বিকাশে সমস্যা হয়

ঘ. বেশি বুদ্ধির অধিকারী হয়

৭. IAD-এর পূর্ণরূপ কী?

ক. International Addiction Disorder

খ. Internet Addiction Disorder

গ. Intranet Addiction Disorder

ঘ. Internet Admission Disorder

৮. কম্পিউটারে আসক্ত হলে ক্ষতি হয়—

i. কাজকর্মের

ii. লেখাপড়ার

iii. স্বাস্থে্৵র

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৯. অতিরিক্ত ব্যবহারের ফলে আমরা আসক্ত হয়ে যেতে পারি—

i. ইন্টারনেটে ii. ফেসবুকে

iii. কম্পিউটার গেমসে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১০. বইয়ের বিক্রয় মূল্যের যে অংশ লেখক পান, তাকে কী বলে?

ক. রয়্যালটি খ. প্রোপার্টি

গ. অ্যাসেট ঘ. লায়াবিলিটিস

১১. কপিরাইট আইন সর্বপ্রথম কোথায় প্রণয়ন করা হয়?

ক. নেপালে খ. যুক্তরাষ্ট্রে

গ. যুক্তরাজ্যে ঘ. রাশিয়ায়

সঠিক উত্তর

অধ্যায় ৩: ১. ঘ ২. ক ৩. খ ৪. গ ৫. গ ৬. ক ৭. খ ৮. ঘ ৯. ঘ ১০. ক ১১. গ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল


মো. আবু সুফিয়ান, শিক্ষক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা