এসএসসি পরীক্ষার প্রস্তুতি: তথ্য ও যোগাযোগপ্রযুক্তি | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ১

নিচের অনুচ্ছেদটি পড়ে ১২৭ ও ১২৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।

দরজায় কলিং বেল বাজতেই অহনা দরজা খুলে দেখল অনলাইনে অর্ডার করা তার এক সেট বই নিয়ে একজন হাজির। তখন সে বইয়েরর মূল্য পরিশোধ করে বইগুলো সংগ্রহ করল।

১২৭. অহনা কোন পদ্ধতিতে মূল্য পরিশোধ করল?

ক. ডেবিট কার্ড

খ. ক্রেডিট কার্ড

গ. COD

ঘ. মোবাইল ব্যাংকিং

১২৮. ঐ পদ্ধতিতে অহনা আর যা যা ক্রয় করতে পারবে—

i. খাবার

ii. শৌখিন সামগ্রী

iii. ইলেকট্রনিকস পণ্য

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১২৯. বিভিন্ন ধরনের কাজের জন্য তৈরি করা হয়েছে—

ক. ই-কমার্স

খ. ইন্টারনেট

গ. অ্যাপ্লিকেশন সফটওয়্যার

ঘ. অফিস

১৩০. নিচের কোনটি বিশেষায়িত সফটওয়্যার?

ক. ব্যাংকিং সফটওয়্যার

খ. ওয়ার্ড প্রসেসর

গ. এক্সেল

ঘ. ডেটাবেজ

১৩১. ঘরে বসে অনলাইনে কাজের বিনিময়ে অর্থ উপার্জনকে কী বলে?

ক. ফ্রিল্যান্সার খ. আউটসোর্সার

গ. আউটসোর্সিং ঘ. আউটগোয়িং

১৩২. কোনটি সামাজিক যোগাযোগের মাধ্যম?

ক. ফেসবুক খ. ইন্টারনেট

গ. ই-মেইল ঘ. চ্যাটিং

১৩৩. ফেসবুকের ওয়েব অ্যাড্রেস কোনটি?

ক. www.facebookin.com

খ. www.facebook.info

গ. www.facebook.com

ঘ. www.facebook.edu

১৩৪. ফেসবুকের স্বত্বাধিকারী কে?

ক. টিম বার্নার্স লি

খ. স্টিভ জবস

গ. মার্ক জাকারবার্গ

ঘ. ম্যাক্সওয়েল

১৩৫. ফেসবুক কত সালে চালু হয়?

ক. ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি

খ. ২০০৫ সালের ৪ ফেব্রুয়ারি

গ. ২০০৬ সালের ৪ ফেব্রুয়ারি

ঘ. ২০০৭ সালের ৪ ফেব্রুয়ারি

১৩৬. ফেসবুক ও টুইটার কী ধরনের সাইট?

ক. সামাজিক

খ. ভিডিও

গ. ব্রাউজিং

ঘ. অ্যাপ্লিকেশন সাইট

১৩৭. কোনটি সামাজিক যোগাযোগ ব্যবস্থা?

ক. Twitter খ. Yahoo

গ. Google ঘ. Amazon

১৩৮. টুইটারের ওয়েব অ্যাড্রেস—

ক. www.twitter.net

খ. www.twitter.org

গ. www.twittter.gov

ঘ. www.twitter.com

১৩৯. কোনটি মাইক্রোব্লগিং ওয়েবসাইট?

ক. ই-মেইল খ. স্কাইপি

গ. টুইটার ঘ. ফেসবুক

সঠিক উত্তর

অধ্যায় ১: ১২৭. গ ১২৮. ঘ ১২৯. গ ১৩০. ক ১৩১. গ ১৩২. ক ১৩৩. গ ১৩৪. গ ১৩৫. ক ১৩৬.ক ১৩৭. ক ১৩৮. ঘ ১৩৯. গ