দুদিনের ইন-জিনিয়াস কর্মশালা শেষ হলো

‘জিপিএইচ ইস্পাত-প্রথম আলো ইন-জিনিয়াস’–এর কর্মশালার সমাপনী পর্বে অতিথিদের সঙ্গে অংশগ্রহণকারীরা। গতকাল বুয়েটের পুরকৌশল বিভাগের সস্মেলনকক্ষে।  ছবি: প্রথম আলো
‘জিপিএইচ ইস্পাত-প্রথম আলো ইন-জিনিয়াস’–এর কর্মশালার সমাপনী পর্বে অতিথিদের সঙ্গে অংশগ্রহণকারীরা। গতকাল বুয়েটের পুরকৌশল বিভাগের সস্মেলনকক্ষে। ছবি: প্রথম আলো

‘কালকে যখন বাসায় যাচ্ছি, মনে হচ্ছিল এক বুক আশা নিয়ে যাচ্ছি। নিজেকে খুব আশাবাদী মনে হচ্ছিল। এখানকার লেকচারগুলো শুনলে কেউ হতাশায় ভুগবেন না বলে মনে হয়।’

‘জিপিএইচ ইস্পাত-প্রথম আলো ইন-জিনিয়াস’ শীর্ষক প্রতিযোগিতার দ্বিতীয় পর্বের জন্য নির্বাচিত দলগুলোকে নিয়ে কর্মশালার সমাপনী দিনে এভাবেই নিজের অভিব্যক্তি প্রকাশ করলেন রাজধানীর সোনারগাঁও ইউনিভার্সিটির শিক্ষার্থী নাজমুল হক। বললেন, এই কর্মশালায় তিনি পেয়েছেন বাস্তবসম্মত জ্ঞান ও ক্যারিয়ারের দিকনির্দেশনা।

গতকাল বুধবার বিকেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং ভবনে দুই দিনব্যাপী এই কর্মশালা শেষ হয়েছে। পুরকৌশল বিভাগের শিক্ষার্থীদের মধ্যে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে দক্ষতা বাড়াতে জিপিএইচ ইস্পাত ও প্রথম আলোর যৌথ উদ্যোগে চলছে ভিন্নধর্মী এই প্রতিযোগিতা। প্রতিযোগিতার একাডেমিক সহযোগিতায় রয়েছে বুয়েটের পুরকৌশল বিভাগ ও জাপান ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড আরবান সেফটি (জিডপাস)।

গতকাল শেষ হওয়া কর্মশালায় প্রতিযোগিতার প্রথম পর্বে নির্বাচিত ১৮টি বিশ্ববিদ্যালয়ের ৬২টি দলের সদস্যরা অংশ নেন। শেষ দিনে গতকাল পুরকৌশলের বিভিন্ন বিষয়ের ওপর অধিবেশন পরিচালনা করেন আহছানউল্লাহ্ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক শারমিন রেজা চৌধুরী, বুয়েটের অধ্যাপক খান মাহমুদ আমানত এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাম্মেল হক।

প্রতিযোগিতার প্রধান বিচারক খান মাহমুদ আমানত প্রতিযোগিতা সম্পর্কে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমাদের যে ভবনটি নকশা করতে দেওয়া হয়েছে, সেটারই আরেকটু অ্যাডভান্সমেন্ট করতে হবে। আগে তোমরা প্রিলিমিনারি ড্রয়িং জমা দিয়েছ, এখন স্ট্রাকচার অ্যানালিসিসের নকশা করতে হবে। ক্রিটিক্যাল কিছু ড্রয়িং জমা দিতে হবে।’

 প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক বলেন, ‘আমরা এমন ভবন বানাব না, যেটা ঝাঁকি দিলে ভেঙে যায়। প্রকৌশলীরা পারেন না, পৃথিবীতে এমন কোনো কাজ নেই। আমরা আমাদের মস্তিষ্ককে ভালো কাজে ব্যবহার করতে পারি, আবার খারাপ কাজেও ব্যবহার করতে পারি।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ‘ইন-জিনিয়াস’ প্রতিযোগিতার বিচারক প্রকৌশলী মাহবুব মোর্শেদ, প্রথম আলোর যুব কর্মসূচির প্রধান মুনির হাসান। কর্মশালা সঞ্চালনা করেন প্রকৌশলী ইসরাত জাহান ও আশরাফুল আল–শাকুর। কর্মশালায় অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থী উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানান।