নতুন শিক্ষা কারিকুলাম আগামী বছর চালু হবে: শিক্ষামন্ত্রী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ আয়োজিত নবীন বরণ ও বিশ্ববিদ্যালয় উদ্ভাবিত ব্লেন্ডেড লার্নিং সল্যুশনের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী।
ছবি: বাসস

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘শিক্ষার্থীদের জন্য নতুন শিক্ষা কারিকুলাম তৈরি করা হচ্ছে, যা আগামী বছর থেকে চালু করা হবে। নতুন কারিকুলামে শিক্ষা কার্যক্রম চালু করা একটি চ্যালেঞ্জ। সব চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আমাদের সাহসী পদক্ষেপ নিতে হবে।’

গতকাল বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ আয়োজিত নবীন বরণ ও বিশ্ববিদ্যালয় উদ্ভাবিত ব্লেন্ডেড লার্নিং সল্যুশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

দীপু মনি বলেন, ‘আমাদের শিক্ষাব্যবস্থায় অবশ্যই চতুর্থ শিল্পবিপ্লবের পরিবর্তনগুলোকে অন্তর্ভুক্ত করতে হবে। কারণ, এই চতুর্থ শিল্পবিপ্লব মানুষ, প্রযুক্তি এবং প্রকৃতি—এই তিনটি বিষয়ের মিশ্রণ ঘটিয়ে একটি নতুন সমাজ তৈরি করবে। তিনটি বিষয়ের পরিবর্তনকে ধারণ করে শিক্ষাব্যবস্থাকে বিনির্মাণ করতে হবে।’

দীপু মনি বলেন, তরুণেরাই পারবে বঙ্গবন্ধুর সেই স্বাধীন বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করতে। সুতরাং সেই তরুণদের ক্ষমতায়িত করে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।

দীপু মনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলোর বিশ্ব র‌্যাঙ্কিংয়ে আমরা এত দিন নজর দিইনি। যখন নজর দিলাম তখন বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ব র‌্যাঙ্কিংয়ে অনেকদূর এগিয়েছে। এখন আমাদের অনেক বিশ্ববিদ্যালয় বিশ্ব র‌্যাঙ্কিং লাভে উন্নতি করবে।’

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুনাজ আহমেদ নূরের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান (অতিরিক্ত দায়িত্ব) মো. আশরাফুজ্জামান ও তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের বিভাগীয় প্রধানসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা ও ছাত্র-শিক্ষক উপস্থিত ছিলেন।