পঞ্চম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ২

প্রশ্ন: ব্রিটিশদের ‘ভাগ কর শাসন কর’ নীতির ফলে কী হয়েছিল?

উত্তর: ব্রিটিশদের ‘ভাগ কর শাসন কর’ নীতির ফলে এ দেশের মানুষের মধ্যে ধর্ম, বর্ণ, জাতি এবং অঞ্চলভেদে বিভেদ সৃষ্টি হয়।

প্রশ্ন: ‘ছিয়াত্তরের মন্বন্তর’ কী?

উত্তর: ব্রিটিশ শাসনামলে অনেক কারিগর বেকার ও অনেক কৃষক গরিব হয়ে যায় এবং বাংলায় দুর্ভিক্ষ দেখা দেয়। এই ভয়াবহ দুর্ভিক্ষ বাংলা ১১৭৬ সালে (ইংরেজি ১৭৭০) হয়েছিল, ‘যা ছিয়াত্তরের মন্বন্তর’ নামে পরিচিত।

প্রশ্ন: বাংলার ‘নবজাগরণ’ কাকে বলে?

উত্তর: ব্রিটিশ শাসনামলে শিক্ষা ও যোগাযোগব্যবস্থার উন্নয়নের ফলে উনিশ শতকে বাংলায় সামাজিক সংস্কারসহ শিক্ষা, সাহিত্য ও জ্ঞান-বিজ্ঞানের ব্যাপক প্রসার ঘটে, যা বাংলার ‘নবজাগরণ নামে পরিচিত।

প্রশ্ন: তিতুমীর কেন বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন?

উত্তর: তিতুমীর ইংরেজ বাহিনীকে প্রতিহত করার জন্য বারাসাতের কাছে নারকেলবাড়িয়া গ্রামে একটি বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন। ১৮৩১ সালের ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধে তিতুমীর পরাজিত ও নিহত হন।

প্রশ্ন: সেনাবাহিনীতে ভারতীয় এবং ব্রিটিশ সিপাহির সংখ্যা কত ছিল?

উত্তর: সেনাবাহিনীতে ৫০ হাজার ব্রিটিশ এবং ৩ লাখ ভারতীয় সিপািহ ছিল।