পঞ্চম শ্রেণির পড়াশোনা: বাংলা প্রশ্নোত্তর

পঞ্চম শ্রেণির পড়াশোনা : প্রশ্নোত্তর

ফুটবল খেলোয়াড়

প্রশ্ন: শব্দগুলোর অর্থ লেখো।

ক্ষত, পটি, মালিশ, ড্রিবলিং, বজ্র, কোলাহলকল, মহাকলরব।

উত্তর

প্রদত্ত শব্দ শব্দের অর্থ

ক্ষত শরীরের কাটা স্থান বা আঘাত পাওয়া স্থান।

পটি কাপড়ের লম্বা টুকরা।

মালিশ যে ওষুধ চেপে চেপে শরীরে লাগাতে হয়।

ড্রিবলিং ফুটবল খেলার একটা কৌশল। পায়ে পায়ে বল গড়িয়ে কৌশলে বল কাটিয়ে নেওয়া।

বজ্র ভীষণ শব্দ করে ঝড়ের আকাশে বিদ্যুত্ প্রকাশ পাওয়া।

কোলাহলকল কোলাহল হলো অনেক মানুষের শোরগোল, আর ‘কল’ বলতে বোঝায় মানুষের গলার সুন্দর আওয়াজ। খেলায় একসাথে ‘গোল-গোল’ বলে চিত্কার করাকে ‘কোলাহলকল’ বলে।

মহাকলরব ভীষণ চিত্কার, চেঁচামেচি।

প্রশ্ন: প্রদত্ত শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো।

বজ্র, পটি, মালিশের, ক্ষত, মহাকলরব

ক. ইমদাদ হকের শরীরে অনেক আঘাতের রয়েছে।

খ. সন্ধ্যাবেলায় পায়ে হাতে বাঁধে সে।

গ. খেলায় জিতে দর্শকেরা ফিরে যাচ্ছে।

ঘ. টেবিলের ওপর শিশিগুলো রাখা আছে।

ঙ. পড়ার শব্দে শিশুটির ঘুম ভেঙে গেল।

উত্তর

ক. ইমদাদ হকের শরীরে অনেক আঘাতের ক্ষত রয়েছে।

খ. সন্ধ্যাবেলায় পায়ে হাতে পটি বাঁধে সে।

গ. খেলায় জিতে দর্শকেরা মহাকলরব করে ফিরে যাচ্ছে।

ঘ. টেবিলের ওপর মালিশের শিশিগুলো রাখা আছে।

ঙ. বজ্র পড়ার শব্দে শিশুটির ঘুম ভেঙে গেল।

প্রশ্ন: প্রভাত বেলায় ফুটবল খেলোয়াড় ইমদাদ হকের বিছানা শূন্য পড়ে আছে কেন?

উত্তর: ইমদাদ হক একজন জাত খেলোয়াড়। তার জীবনের একমাত্র লক্ষ্য খেলা এবং খেলায় জেতা। আর খেলায় জিততে হলে প্রয়োজন নিয়মিত কঠোর অনুশীলন। প্রভাত বেলায় মাঠে অনুশীলনে যাওয়ার কারণে ফুটবল খেলোয়াড় ইমদাদ হকের বিছানা শূন্য পড়ে আছে।

প্রশ্ন: টেবিলের ওপরে ছোট-বড় মালিশের শিশি কবিকে উপহাস করছে কেন?

উত্তর: ইমদাদ হক খেলা পাগল মানুষ। নিজের অবস্থা যেমনই হোক না কেন, সে খেলবেই। খেলতে গিয়ে সে শরীরের অনেক জায়গায় আঘাত পায়। আঘাতের যন্ত্রণায় ইমদাদ হক সারা রাত ছটফট করে। কবি যে মেসে থাকতেন, ইমদাদ হকও সেই একই মেসে থাকত বলে কবি ভাবতেন হয়তোবা ছয় মাসের জন্য সে পঙ্গু হয়ে গেল। তাকে আর তিনি ফুটবল টিমে হয়তো দেখতে পাবেন না। এই ভেবে কবি প্রভাত বেলায় ইমদাদ হকের খবর নেওয়ার জন্য তার ঘরে ছুটে যেতেন। কিন্তু কোথায় ইমদাদ হক। বিছানা শূন্য। ইমদাদ হক ঘরে নেই। টেবিলের ওপর ছোট-বড় মালিশের শিশিগুলো যেন কবিকে উপহাস করছে। কারণ, জাত খেলোয়াড়দের কোনো বিশ্রাম নেই। কোনো বাধায় আপস করেন না। এমনকি শরীরের কোনো অঙ্গে আঘাত পেলেও না।

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

*খন্দকার আতিক, িশক্ষক, উইল্‌স লিট্‌ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা