পদার্থবিজ্ঞান | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ১

১০. একটি বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 200 এবং যন্ত্রের পিচ 1mm হলে স্ক্রুগজটির লঘিষ্ঠ গণন কত মি.মি.?

ক. 0.01 খ. 0.001

গ. 0.05 ঘ.0.005

১১. নিচের কোন বিজ্ঞানী সূর্যগ্রহণসম্পর্কিত ভবিষ্যৎবাণীর জন্য বিখ্যাত?

ক. থেলিস খ. আর্কিমিডিস

গ. পিথাগোরাস ঘ. ডেমোক্রিটাস

১২. নিচের কোনটি মৌলিক রাশি?

ক. বেগ খ. সময়

গ. সরণ ঘ. বল

১৩. কোন বিজ্ঞানী ক্যালকুলাস আবিষ্কার করেন?

ক. গ্যালিলিও খ. কেপলার

গ. আইনস্টাইন ঘ. নিউটন

১৪. কোন বিজ্ঞানীর হাতে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির সূচনা ঘটে?

ক. নিউটন খ. কেপলার

গ. গ্যালিলিও ঘ. হাইগেন

১৫. পাখির উড়া পর্যবেক্ষণ করে কোন বিজ্ঞানী উড়োজাহাজের একটি মডেল তৈরি করেছিলেন?

ক. রজার বেকন

খ. ডা. গিলবার্ট

গ. আর্কিমিডিস

ঘ. লিওনার্দো দ্য ভিঞ্চি

১৬. লোডস্টোনের চৌম্বক ধর্ম সম্পর্কে জানতেন কোন বিজ্ঞানী?

ক. থেলিস খ. পিথাগোরাস

গ. ডেমোক্রিটাস ঘ. নিউটন

১৭. 1 MW = কত?

ক. 103w খ. 106w

গ. 1012w ঘ. 1015w

১৮. বলের মাত্রা কোনটি?

ক. MLT-1 খ. ML-1T-2

গ. MLT2 ঘ. MLT-2

১৯. স্ক্রুগজের বৃত্তাকার স্কেলের ভাগসংখ্যা 100 এবং পিচ যদি 1mm হয়, তাহলে নূন্যাঙ্ক কত?

ক. 0.1m খ. 0.001mm

গ. 0.01mm ঘ. 1mm

২০. প্রথম চৌম্বকত্ব কোথায় আবিষ্কৃত হয়?

ক. গ্রিসে খ. চীনে

গ. মিশরে ঘ. ইংল্যান্ডে

২১. ‘আল জাবির’ বইটি কার লেখা?

ক. আল খোয়ারিজমি

খ. ইবনে আল হাইয়াম

গ. ওমর খৈয়াম

ঘ. আল মাসুদি

২২. বিজ্ঞানের আসল বিষয় কী?

ক. দৃষ্টিভঙ্গি খ. গবেষণা

গ. যন্ত্রপাতি ঘ. পর্যবেক্ষণ

২৩. পদার্থবিজ্ঞানের ওপর ভিত্তি করে বিজ্ঞানের কোন শাখা দাঁড়িয়েছে?

ক. জীববিজ্ঞান খ. গণিত

গ. চিকিৎসাবিজ্ঞান ঘ. রসায়ন

২৪. বর্তমান সভ্যতার পেছনে কোনটি বড় অবদান রেখেছে?

ক. গণিত খ. রসায়ন

গ. ইলেকট্রনিক্স ঘ. পদার্থবিজ্ঞান

সঠিক উত্তর

অধ্যায় ১: ১০. ঘ ১১. ক ১২. খ ১৩. ঘ ১৪. গ

১৫. ঘ ১৬. ক ১৭. খ ১৮. ঘ ১৯. গ ২০. খ ২১. ক ২২. ক ২৩. ঘ ২৪. গ