পদার্থবিজ্ঞান | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ১

২৫. E = mc2 সূত্রটি কে আবিষ্কার করেন?

ক. রন্টজেন খ. মাদামকুরি

গ. আইনস্টাইন ঘ. সত্যেন্দ্রনাথ বোস

২৬. প্রথমে সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা দিয়েছিলেন কোন বিজ্ঞানী?

ক. পিথাগোরাস খ. থেলিস

গ. আরিস্তারাকস ঘ. কোপার্নিকাস

২৭. সঠিকভাবে পৃথিবীর ব্যাসার্ধ বের করেছিলেন কে?

ক. ইরাতোস্থিনিস খ. থেলিস

গ. নিউটন ঘ. আরিস্তারাকস

২৮. কোথায় শূন্যকে সত্যিকার অর্থে ব্যবহার করা হয়?

ক. ইউরোপ খ. আরব দেশে

গ. চীনে ঘ. ভারতবর্ষে

২৯. কোয়ান্টাম তত্ত্ব প্রদান করেন কোন বিজ্ঞানী?

ক. রাদারফোর্ড খ. ম্যাক্স প্লাঙ্ক

গ. ম্যাক্সওয়েল ঘ. আইনস্টাইন

৩০. কাকে আলোকবিজ্ঞানের স্থপতি হিসেবে বিবেচনা করা হয়?

ক. শেন কুয়ো

খ. আল খোয়ারিজমি

গ. ওমর খৈয়াম

ঘ. ইবনে আল হাইয়াম

৩১. গোলীয় আয়নায় সূর্যরশ্মিকে কেন্দ্রীভূত করে আগুন ধরানোর কৌশল জানতেন কোন বিজ্ঞানী?

ক. ইরাতোস্থিনিস

খ. টলেমি

গ. আর্কিমিডিস

ঘ. ইবনে আল হাইয়াম

৩২. ‘তাপ এক ধরনের শক্তি’—এটি কার আবিষ্কার?

ক. কাউন্ট রামফোর্ড

খ. কেলভিন

গ. নিউটন

ঘ. গ্যালিলিও

সঠিক উত্তর

অধ্যায় ১: ২৫. গ ২৬. গ ২৭. ক ২৮. ঘ ২৯. খ ৩০. ঘ ৩১. গ ৩২. ক