এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস : পদার্থবিজ্ঞানের বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ২

৯. দূরত্ব-সময় লেখের যেকোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল ওই বিন্দুতে কী নির্দেশ করে?

ক. বল খ. বেগ

গ. ত্বরণ ঘ. সরণ

১০. অভিকর্ষজ ত্বরণের মাত্রা কোনটি?

ক. LT-1 খ. ML-1

গ. LT-2 ঘ. MLT-2

১১. কোন বিজ্ঞানী পড়ন্ত বস্তুর সূত্র আবিষ্কার করেন?

ক. গ্যালিলিও খ. নিউটন

গ. আর্কিমিডিস ঘ. কেপলার

১২. স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে, তা ওই সময়ের—

ক. সমানুপাতিক

খ. বর্গের সমানুপাতিক

গ. ব্যস্তানুপাতিক

ঘ. বর্গের ব্যস্তানুপাতিক

১৩. পেট্রল ইঞ্জিনের সিলিন্ডারের মধ্যে পিস্টনের গতি কোন গতি?

ক. স্পন্দন খ. চলন

গ. ঘূর্ণন ঘ. পর্যায়বৃত্ত

১৪. একটি বস্তু বৃত্তাকার পথে সম্পূর্ণ একবার ঘুরে এলে তার সরণ কত হবে?

ক. 0 খ. 2pr

গ. pr2 ঘ. p

১৫. অভিকর্ষজ ত্বরণ ‘g’-এর মান কোথায় সবচেয়ে বেশি?

ক. বিষুবীয় অঞ্চলে

খ. মেরু অঞ্চলে

গ. ভূপৃষ্ঠের ওপরে ঘ. ভূকেন্দ্রে

সঠিক উত্তর

অধ্যায় ২: ৯. খ ১০. গ ১১. ক ১২. খ ১৩. ঘ ১৪.ক ১৫. খ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল