পৌরনীতি ও নাগরিকতা | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৪

১. রাষ্ট্র কোন ধরনের প্রতিষ্ঠান?

ক. ব্যক্তিগত খ. সামাজিক

গ. দলীয় ঘ. রাজনৈতিক

২. রাষ্ট্র গঠনের অন্যতম প্রধান উপাদান কী?

ক. জনগণ খ. সরকার

গ. পতাকা ঘ. মুদ্রা

৩. দেশ পরিচালনার মুখপাত্র কে?

ক. জনগণ খ. সরকার

গ. সংসদ ঘ. আইন

৪. রাষ্ট্র গঠনের উপাদান কয়টি?

ক. ২ খ. ৩

গ. ৪ ঘ. ৫

৫. রাষ্ট্র একটি —

i. পূর্ণাঙ্গ প্রতিষ্ঠান

ii. সামাজিক প্রতিষ্ঠান

iii. স্থায়ী প্রতিষ্ঠান

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i ও ii, iii

৬. অর্থনীতির ভিত্তিতে রাষ্ট্র কত ধরনের?

ক. ২ খ. ৩

গ. ৪ ঘ. ৫

৭. অর্থনীতির ভিত্তিতে রাষ্ট্র—

i. পুঁজিবাদী রাষ্ট্র

ii. সমাজতান্ত্রিক রাষ্ট্র

iii. গণতান্ত্রিক রাষ্ট্র

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i ও ii, iii

৮. সম্পত্তির ওপর নাগরিকদের ব্যক্তিগত মালিকানা আছে কোন রাষ্ট্রে?

ক. পুঁজিবাদী খ. সমাজতান্ত্রিক

গ. সামরিকতন্ত্র ঘ. রাজতন্ত্র

সঠিক উত্তর

অধ্যায় ৪: ১. ঘ ২. খ ৩. খ ৪. গ ৫. খ ৬. ক

৭. ক ৮. ক